এখন চলছে দ্বিতীয় মুক্তিযুদ্ধ!

লিখেছেন লিখেছেন পটাশিয়াম নাইট্রেট ২৭ মার্চ, ২০১৩, ০৯:৪৩:৫৭ সকাল

হ্যাঁ! আমি ওদের সাথে সম্পূর্ণ একমত। এখন চলছে দ্বিতীয় মুক্তিযুদ্ধ। ৭১ এ রাজাকার ছিলো পাকিস্তানের রাজাকার, আর এখনকার রাজাকার হচ্ছে ভারতের রাজাকার।

যারা এখনো পাকি রাজাকারের জুজুর ভয় দেখিয়ে আমাদের বিভ্রান্ত করতে চায় তারা ও জানে এই ২০১৩ তে পাকিস্তানি রাজাকারের ধারণাটি একবারে বায়বীয় একটি অজুহাত। রাষ্ট্র হিসেবে পাকিস্তান যেখানে নিজের অস্তিত্বই ধরে রাখতে হিম-শিম খাচ্ছে, সেখানে অন্য দেশে, বিশেষ করে এতদূরের বাংলাদেশে পাকিদের সামরিক, সাংস্কৃতিক বা রাজনৈতিক দখলদারীত্বের ভয় এই ২০১৩ সালে পাগলের প্রলাপ। ভারতই তার এদেশীয় এজেন্টের মাধ্যমে, কখনো বা সরাসরি আমাদের গিলে খেতে চাইছে! আমাদের সীমান্ত, সেনাবাহিনী, বিডিআর, সংস্কৃতি, রাজনীতি, অর্থনীতি, ধর্ম সকল ক্ষেত্রেই ভারতীয় শকুনীর ভয়ংকর নখড় গেঁড়ে বসেছে। এখুনি জেগে না উঠলে খুব সহসাই বাংলাদেশ হবে আরেক সিকীম।

বিষয়: বিবিধ

১২৯২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File