কোরীয় উপদ্বীপ টগবগ করছে .... আজ বা কালই ঘটে যেতে পারে..।
লিখেছেন লিখেছেন পটাশিয়াম নাইট্রেট ২৫ এপ্রিল, ২০১৭, ০৯:৪২:২৬ সকাল
আজ যে কোন মুহুর্তে উত্তর কোরিয়া পারমানবিক বোমা বা ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাতে পারে।
ট্টাম্প সিনেটের সকল সদস্যকে জরুরী বৈঠকে ডেকেছে আজ উত্তর কোরিয়ার বিষয়ে সিদ্ধান্ত নেয়ার জন্য। ধারণা করা হয়েছে ট্রাম্প হয়তো ঐ বৈঠক থেকেই যুদ্ধ ঘোষণা করতে পারে।
যুক্তরাষ্ট্র জরুরী ভিত্তিতে পারমানবিক সাবমেরিনকে কোরীয় উপদ্বীপে ডেকে পাঠিয়েছে।
বিমানবাহী রণতরী কার্ল-ভিনসন স্ট্রাইক বহর সহ কোরিয়ার কাছাকাছি। সাথে রয়েছে জাপানিজ ডেষ্ট্রয়ার। ডি এম জি তে রয়েছে দক্ষীণ কোরোয়া এবং আমেরিকার আরো ২৫ হাজার সৈন্য। চীন-উত্তর কোরোয়া সিমান্তে মোতায়েন রয়েছে ছীনের দেড়-লক্ষ সৈন্য। রাশিয়া ও উত্তর কোরিয়ার সীমান্তে সেনা মোতায়েন এবং বিমান বিধ্বংসী টর এবং ইস্কান্দর ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে।
বিষয়: বিবিধ
১২৪৩ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সবাই তো কামড়া কামড়ি করে নিয়ে যাবে । স্থানীয়রা চেটে পুটে খাওয়ার পর যে উচ্ছিষ্ট থাকবে সেটার জন্য আপনাদের আরেকটা যুদ্ধ করতে হবে !
মন্তব্য করতে লগইন করুন