রোহিঙ্গা যুবকদের যেন বাংলাদেশে ঢুকতে দেয়া না হয়!

লিখেছেন লিখেছেন পটাশিয়াম নাইট্রেট ২৬ নভেম্বর, ২০১৬, ১১:০৭:৩৭ রাত

রাষ্ট্রীয়ভাবে রোহিঙ্গাদের বাংলাদেশে ঢুকতে দেয়া হচ্ছেনা। তবে সিমান্তের ফাঁক গলে, সীমান্ত এলাকার মানুষের মানবিক বোধ , কোন কোন ক্ষেত্রে আইনশৃঙখলা বাহিনীর সহযোগিতায় রোহিঙ্গারা বাংলাদেশে ঢুকছে। এমন কঠীন মুহুর্তে এটা অবশ্যই প্রশংসনীয়।

তবে কোন সক্ষম রোহিঙ্গা যুবক-পুরুষ কোন ভাবেই যেন বাংলাদেশে ঢুকতে না পারে। ওদেরকে আরাকানে ফেরত পাঠানো হোক, যাতে স্বাধিনতাকামীদের সাথে যোগ দিয়ে মাতৃভুমিকে স্বাধীন করতে পারে। দলে দলে রোহিঙ্গারা বাংলাদেশে ঢুকবে আর আরাকান মুসলমানশুন্য হবে এমনটাই তো ওরা চায়!

শুধু তাই নয়! রিফিউজি ক্যাম্পে যে সমস্ত রোহিঙ্গা যুবক এবং সক্ষম পুরুষরা আছে তাঁদের কে ও ফেরত পাঠানো হোক।

বিষয়: বিবিধ

১১২২ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

380181
২৬ নভেম্বর ২০১৬ রাত ১১:৫৫
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : আপনি কি পাগল? আপনার যদি তাদের স্বাধীনতার প্রতি এত দরদ তৈরি হয়, তবে আপনি স্বাধীনতাকামীদের সাথে যোগদান করেন না কেন?শুধু শুধু নিরীহ রোহিঙ্গা যুবকদের প্রতি কঠোরতা আরোপ করেন কেন? তারা ৫-৬ জন নাসাকা মারবে আর বিনিময়ে ৬০০ নিরীহ নারী-শিশুদের মরতে হবে। এটা কোন যুদ্ধ না। এভাবে স্বাধীনতা আসেনা। আর যদি দু চারজন কোনক্রমে এদেশে ঢুকতেও পারে, সেটা নিয়ে এত ঘটা করে প্রচার কেন? আপনারা কি এই আশা করেন উপরের মহলে খবর টা পৌছে দেয়া যাক যেন সেই পথটাও বন্ধ হয়ে যায়?
২৭ নভেম্বর ২০১৬ সকাল ০৬:১২
314680
পটাশিয়াম নাইট্রেট লিখেছেন : ওটা ওদের মাতৃভুমি রক্ষার লড়াই। যুবকরা না লড়লে কে লড়বে? আপনি কি মনে করেন সব রোহিঙ্গারা আরাকান ছাড়লেই সমস্যার সমাধান হবে?

নারী-শিশুদের ফেরত পাঠানোর কথা কোথায় বল্লাম। লেখাটা পড়েছেন?

সংবাদে নজর রাখছেন কিনা জানিনা। কিছু-কিছু রোহিঙ্গা যে বাংলাদেশে ঢুকতে পারছে এটা তো বাংলাদেশী মিডিয়া, বি বি সি'র কাছ থেকেই জানলাম! আমাকে যেভাবে স্বাধীনতাকামীদের সাথে যোগদান করতে বল্লেন, আপনি কিভাবে রোহিঙ্গাদের সাহায্য করছেন জানাবেন কি?
২৮ নভেম্বর ২০১৬ দুপুর ০১:৪১
314714
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : আরাকানকে কাশ্মির, ফিলিস্তিনের সাথে তুলনা করা বোকামী। কারণ কাশ্মির ও ফিলিস্তিন তাদের প্রতিবেশি দেশগুলোর কাছ থেকে সামরিক, নৈতিক, রাজনৈতিক সাহায্য ও সমর্থন পেয়ে যাচ্ছে যেটা আরাকানের বেলায় কখনোই সম্ভব না। আরাকানের রোহিঙ্গারা চারদিক থেকে অবরুদ্ধ। রোহিঙ্গা ছোটখাট গ্রুপ যখনই মায়ানমার সেনাবাহিনী বা নাসাকার দু চারজন সদস্য হত্যা করেছে, তার বিনিময়ে মায়ানমারের সরকার রোহিঙ্গাদের প্রতিবারই ব্যাপক প্রাণনাশ, সম্পদহানি ঘটিয়েছে। এটা কোন যুদ্ধের কাতারে পরেনা। তারা আমার হাজার হাজার লোক হত্যা করল আর আমি প্রতিশোধ নিতে দা ছুড়ি দিয়ে ওদের ৪-৫ জনকে মারলাম ওরা আবার সেই প্রতিশোধ নেয়ার জন্য যুদ্ধবিমান, একে ৪৭, হ্যান্ড গ্রেনেড দিয়ে আমার ৫০০০ লোক মেরে ফেলল অথচ কাশ্মির, ফিলিস্তিনের মত আমার পাশে দাড়ানোর কেউ নেই যা আমাকে আরো বেশি করে নিশ্চিত মৃত্যু ছাড়া কিছুই দিচ্ছেনা। এভাবে দা ছুড়ির কোপে স্বাধীনতা আনবেন?? এটা আবেগের কথা যথেষ্ট বোকামী। মায়ানমারে আরো মুসলিম আছে কিন্তু মূল সমস্যাটা মূলত রোহিঙ্গাদের সাথে আর এটা ক্লিয়ার মায়ানমার কোনভাবেই এক লোকদের নাগরিকত্ব দিবেনা। হ্যা! আমার এটাই মনে হয়, মুসলিমদেশ গুলোর দায়িত্ব নিয়ে আলোচনা সাপেক্ষে নির্দিষ্ট অনুপাতে তাদেরকে আশ্রয় ও পুনর্বাসন করা উচিৎ। তাতে অন্তত তাদের নিজস্ব কৃষ্টি কালচার আর জীবন রক্ষা পাবে। আপনি নিশ্চয়ই ক্ষেপে গিয়ে বলবেন,হ্যা! এত লোক মারল তার বিচার কি? আমি ভিতু, ঈমান নেই তাই এসব বলছি। আপনাকে বলব, প্রতিশোধ নেয়ার জন্য আল্লাহ আছেন, ইহকালে কোন প্রতিশোধ না নিতে পারলেই যে আমার জীবন ব্যর্থ হয়ে যাবে, এটা ভাবাটা নিছক আবেগ ছাড়া আর কিছুইনা। আমার সুযোগ থাকলে আমি অবশ্যই এই কাজটিই করতাম তাদের জন্য। জাঝাক আল্লাহ।
380184
২৭ নভেম্বর ২০১৬ রাত ১২:২৬
মনসুর আহামেদ লিখেছেন : আপনার সাথে একমত শেখ হাসিনা। ভিডিও দেখুন।
২৭ নভেম্বর ২০১৬ সকাল ০৬:১৫
314681
পটাশিয়াম নাইট্রেট লিখেছেন : সম্ভবত ১০০ % একমত না তিনি। ঊনি কাউকে ঢুকতে দিতে চাচ্ছেন না। আমি শুধু লড়াই করতে সক্ষম এমন যুবকদের ঢুকতে দেয়ার বিপক্ষে বলছি। আশা করি শুধু শিরোনাম দেখে মন্তব্য করেননি।
380211
২৭ নভেম্বর ২০১৬ সন্ধ্যা ০৭:৪৬
আল্লাহর সন্তুষ্টি লিখেছেন :
অনেক ধন্যবাদ
পিলাচ
পিলাচ
পিলাচ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File