কোন NGO বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের সাহায্য করতে পারবেনা - হাসিনা
লিখেছেন লিখেছেন পটাশিয়াম নাইট্রেট ২১ নভেম্বর, ২০১৬, ০৬:০৮:২৬ সকাল
রোহিঙ্গাদের উপর বার্মিজ সরকারের চলমান ক্র্যাকডাউনে হাসিনার ষ্ট্যান্ড খুবই পরিস্কার , Why should we let them come? বি বি সির সাথে এক সাক্ষাৎকারে কূটনীতি বা শিষ্ঠাচারের গুষ্ঠি কিলিয়ে এমনটাই তিনি বললেন।
রোহিঙ্গাদের ঘুড়ে দাঁড়াতে হলে বাংলাদেশের সাহায্য খুবই প্রয়োজন। এমন মজলুমের থেকে মুখ ফিরিয়ে নেয়াতে জানিনা আল্লাহ্র ক্রোধ কোনদিন বাংলাদেশের উপর আপতিত হয়।
হাসিনা নিজে রোহিঙ্গাদের সাহয্য করাতো দুরে থাক, কোন NGO যাতে বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের সাহায্য করতে পারবেনা এমন নির্দেশ দিয়েছে । বাংলাদেশের জনগণকে রোহিঙ্গাদের সাহায্যে কিভাবে সম্পৃক্ত করা যায় এ ব্যাপারে যুক্তরাষ্ট্রের " Burma Muslim Organization" এর সাথে যোগাযোগ করা হলে এমনটাই তারা জানালেন।
জানিনা মুসলমানদের উপর তার এত ক্রোধ কেন? রোহিঙ্গারাতো জামায়াত নয়? ওরা তো হাসিনার ক্ষমতার জন্য হুমকি ও নয় তবে শুধু নারী-শিশুদের আশ্রয় দিলে তার ক্ষমতার মসনদ কি নড়বড়ে হয়ে যেত?
আল্লাহ্ যখন কোন জনপদের উপর গজব দেন তবে শুধু অপরাধীর উপর দেননা। সমগ্র জনপদের উপরই দেন। কারণ ঐ জনপদের জনগণ ঐ খোদাদ্রোহীর বিরুদ্ধে সর্বোচ্চ শক্তি প্রয়োগ করেনি।
বিষয়: বিবিধ
১১১২ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
I just signed the petition "Sheikh Hasina: Open the borders for Rohingya's" and wanted to see if you could help by adding your name.
Our goal is to reach 100 signatures and we need more support. You can read more and sign the petition here:
https://www.change.org/p/sheikh-hasina-open-the-borders-for-rohingya-s-b1586c78-81f5-4d3f-8980-1fb2392fb984?recruiter=638197193&utm_source=share_petition&utm_medium=email&utm_campaign=share_email_responsive
মন্তব্য করতে লগইন করুন