"যমুনা ফিউচার পার্ক - ২০ জুলাই" পরবর্তী আঘাতের অপেক্ষায় বাংলাদেশ!

লিখেছেন লিখেছেন পটাশিয়াম নাইট্রেট ০৪ জুলাই, ২০১৬, ০৯:৪১:১৩ সকাল

গুলশানের এই ট্টমা বাংলাদেশ আর হয়তো কখনোই কাটাতে পারবেনা। ঘটনার নির্মমতায় গোটা পৃথিবী যখন নির্বাক, ঠিক তখনি টুইটারে যমুনা ফিউচার পার্কে এ মাসের ২০ তারিখ পরবর্তী আঘাতের ঘোষণা দিল ওরা। টুইটার কতৃপক্ষ একাউন্ট টি ডিএ্যাকটিভেট করে দিয়েছে।



পরবর্তী আঘাতটা যে হবে এটা প্রায় নিশ্চিত। তবে হয়তো সময় এবং টার্গেট ভিন্ন হবে। যেটা আমরা মুম্বাই হামলার সময় দেখেছি। এই জঙ্গীদের সামলানোর পেশাদারীত্ব বাংলাদেশের নেই। বাংলাদেশে নিযুক্ত মার্কীন রাষ্ট্রদূতও আজ এমনটা বলেছেন।

ক্ষমতার মোহে অন্ধ হাসিনা-গং ধরে-ধরে নিরীহ মানুষকে ক্রসফায়ারের নামে খুন করা ছাড়া আর কি পারে? ওরা যদি আসলেই জঙ্গী দমনে মনোযোগী হতো তবে অবস্হা এতটা খারাপ হতো না। এমন প্রশ্ন আজ "ওয়াশিংটন পোষ্ট" ও তুলেছে । এক মিতু হত্যাকান্ডকে পুঁজি করে সাড়ে ১৩ হাজার জামায়াত-শিবির কর্মী গ্রেফতারের ঘটনা বি বি সির এক ইন্টারভিউয়ার যখন জানলেন আমার মনে হল বেচারে হার্টফেল করে মারা যাবে! তার মুখ দিয়ে বের হল , Thirteen---Thousand---- arrested---in---2 weeks!!!

যাই হোক স্বরাষ্ট্র-মন্ত্রী ১৩ হাজার জঙ্গী ধরা শেষে ঘোষনা দিল "সব জঙ্গী ধরা শেষ ! এবার সবাই নিশ্চিন্তে ঈদ উদযাপন করতে পারবে।"

দারুণ তো! এবার পরবর্তী আঘাতের অপেক্ষায় ঈদ উদযাপন করবে বাংলাদেশ।

বিষয়: বিবিধ

১৩৬২ বার পঠিত, ১২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

373919
০৪ জুলাই ২০১৬ সকাল ১০:৩৪
নারী লিখেছেন : এই ব্যক্তি পর পর দুইবার পোস্ট করেছেন
আমি ভোর রাতে পোস্ট করেছিলাম ১২ টা বাজার ১ মিনিট আগে।১ টার দিকে আবার পোস্ট করে।
০৪ জুলাই ২০১৬ সকাল ১০:৩৯
310287
পটাশিয়াম নাইট্রেট লিখেছেন : এতে কি ব্লগের নিয়ম লঙ্ঘিত হয়েছে?
০৪ জুলাই ২০১৬ সকাল ১০:৫৪
310291
নারী লিখেছেন : এখানে নিয়ম লঙ্ঘিত হওয়ার কথা আসবে কেন?
373920
০৪ জুলাই ২০১৬ সকাল ১০:৪৩
দ্য স্লেভ লিখেছেন : স্বরাষ্ট্র-মন্ত্রী ১৩ হাজার জঙ্গী ধরা শেষে ঘোষনা দিল "সব জঙ্গী ধরা শেষ ! এবার সবাই নিশ্চিন্তে ঈদ উদযাপন করতে পারবে।"

হাসি শেষ...কান্নাও যাচ্ছেনা...দেখী কি করা যায় !!!
০৪ জুলাই ২০১৬ সকাল ১০:৫৫
310292
পটাশিয়াম নাইট্রেট লিখেছেন : এক্কেবারে হ য ব র ল শ ষ স হ !
373928
০৪ জুলাই ২০১৬ দুপুর ১২:১৪
হতভাগা লিখেছেন : এই ধোঁয়ায় আরও হাজার দশেক নিরীহ লোকদের ধরবে পুলিশভায়ারা । কিন্তু ঠেকাতে পারবে কি হামলা ?
০৫ জুলাই ২০১৬ সকাল ১১:০৯
310327
পটাশিয়াম নাইট্রেট লিখেছেন : পুলিশ হামলা ঠেকাতে তো অভিযান চালাবেনা! এ সুযোগে যদি জাময়াত-শিবিরের আরো কিছুকে সাইজ করা যায়।
373929
০৪ জুলাই ২০১৬ দুপুর ১২:৫৫
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : হুমকিটা যমুনা ফিউচার পার্ক এর ব্যবসায়িক প্রতিদন্দি রাও দিয়ে থাকতে পারে!!
০৫ জুলাই ২০১৬ সকাল ১১:১১
310328
পটাশিয়াম নাইট্রেট লিখেছেন : খুবই সম্ভব। তবে জেনে রাখুন অন্য কোথাও আবার হামলা হবে। দালালী করতে-করতে বাংলাদেশের নিরাপত্তা বাহিনী নখ-দন্ত হারিয়ে ফেলেছে।
373932
০৪ জুলাই ২০১৬ দুপুর ০২:০১
আব্দুল গাফফার লিখেছেন : Surprised দেশটা শেষ অবধি!!
০৫ জুলাই ২০১৬ সকাল ১১:১১
310329
পটাশিয়াম নাইট্রেট লিখেছেন : সেতো কবেই! এখন তো দেখছেন ক্লাইমেক্স!
373988
০৫ জুলাই ২০১৬ সকাল ১১:১৪
পটাশিয়াম নাইট্রেট লিখেছেন : সবার কমন ইন্টারেষ্ট থাকার পর ও সবাই যে কেন একই প্লাটফর্মে কাজ করতে পারছেনা!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File