"যমুনা ফিউচার পার্ক - ২০ জুলাই" পরবর্তী আঘাতের অপেক্ষায় বাংলাদেশ!
লিখেছেন লিখেছেন পটাশিয়াম নাইট্রেট ০৪ জুলাই, ২০১৬, ০৯:৪১:১৩ সকাল
গুলশানের এই ট্টমা বাংলাদেশ আর হয়তো কখনোই কাটাতে পারবেনা। ঘটনার নির্মমতায় গোটা পৃথিবী যখন নির্বাক, ঠিক তখনি টুইটারে যমুনা ফিউচার পার্কে এ মাসের ২০ তারিখ পরবর্তী আঘাতের ঘোষণা দিল ওরা। টুইটার কতৃপক্ষ একাউন্ট টি ডিএ্যাকটিভেট করে দিয়েছে।
পরবর্তী আঘাতটা যে হবে এটা প্রায় নিশ্চিত। তবে হয়তো সময় এবং টার্গেট ভিন্ন হবে। যেটা আমরা মুম্বাই হামলার সময় দেখেছি। এই জঙ্গীদের সামলানোর পেশাদারীত্ব বাংলাদেশের নেই। বাংলাদেশে নিযুক্ত মার্কীন রাষ্ট্রদূতও আজ এমনটা বলেছেন।
ক্ষমতার মোহে অন্ধ হাসিনা-গং ধরে-ধরে নিরীহ মানুষকে ক্রসফায়ারের নামে খুন করা ছাড়া আর কি পারে? ওরা যদি আসলেই জঙ্গী দমনে মনোযোগী হতো তবে অবস্হা এতটা খারাপ হতো না। এমন প্রশ্ন আজ "ওয়াশিংটন পোষ্ট" ও তুলেছে । এক মিতু হত্যাকান্ডকে পুঁজি করে সাড়ে ১৩ হাজার জামায়াত-শিবির কর্মী গ্রেফতারের ঘটনা বি বি সির এক ইন্টারভিউয়ার যখন জানলেন আমার মনে হল বেচারে হার্টফেল করে মারা যাবে! তার মুখ দিয়ে বের হল , Thirteen---Thousand---- arrested---in---2 weeks!!!
যাই হোক স্বরাষ্ট্র-মন্ত্রী ১৩ হাজার জঙ্গী ধরা শেষে ঘোষনা দিল "সব জঙ্গী ধরা শেষ ! এবার সবাই নিশ্চিন্তে ঈদ উদযাপন করতে পারবে।"
দারুণ তো! এবার পরবর্তী আঘাতের অপেক্ষায় ঈদ উদযাপন করবে বাংলাদেশ।
বিষয়: বিবিধ
১৩৬২ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আমি ভোর রাতে পোস্ট করেছিলাম ১২ টা বাজার ১ মিনিট আগে।১ টার দিকে আবার পোস্ট করে।
হাসি শেষ...কান্নাও যাচ্ছেনা...দেখী কি করা যায় !!!
মন্তব্য করতে লগইন করুন