একবার ভাবুন আমরা কতটা নষ্ট হয়ে গেছি!

লিখেছেন লিখেছেন পটাশিয়াম নাইট্রেট ৩০ জুন, ২০১৬, ০৮:৫১:৫৬ সকাল

প্যারিস হামলায় ঘটনায় আমরা শোকে নাকের পানি চোখের পানি এক করেছি। ফেসবুকে প্রোফাইল পিক চেন্জ করেছি। ফ্লোরিডায় গে-ক্লাবের হামলায় ঘটনায় রংধনু পতাকা উড়িয়েছি ফেসবুকের দেয়াল জুড়ে।

তুরষ্কে হামলার ঘটনায় আমরা কেন বোবা হয়ে গেলাম? তুরস্ক মুসলিম দেশ বলে? একটু ভাবুন আমরা কতটা নষ্ট হয়ে গেছি!

বিষয়: বিবিধ

১১৬১ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

373574
৩০ জুন ২০১৬ সকাল ১১:০১
হতভাগা লিখেছেন : কারণ ... প্যারিস আধুনিক , সভ্য, মক্তমনা রাষ্ট্র। আপনার স্বপ্নের দেশগুলোর একটি । তাই প্যারিসের কোন দুঃখে আপনি যদি সমব্যাথী হন তাহলে কোন এককালে সেই ওয়ালপিক দেখিয়ে আপনি ফ্রান্সে এসাইলাম হতে পারবেন ।

তুরষ্ক মুসলিম দেশ বিধায় অনেক পিছিয়ে। এখানে কেউ যাবার চিন্তাও করে না , স্বপ্ন তো দূরের কথা । তাই তুরষ্কের কি হল না হল , তাদের সবলোক একরাতেই মরে গেল নাকি গুম হয়ে গেল - এটা নিয়ে কারও মাথা চুলকায়ও না ।
৩০ জুন ২০১৬ দুপুর ০৩:০২
310069
আবু জান্নাত লিখেছেন : এটাই একমাত্র কারণ নয়, মুসলিম হওয়াটাই প্রধান কারণ।

৩০ জুন ২০১৬ সন্ধ্যা ০৭:২৪
310116
পটাশিয়াম নাইট্রেট লিখেছেন : ভালই বলেছেন। তবে আরেকটা বিষয় হচ্ছে আমরা কখন প্রোফাইল পিকশ্চার চেইন্জ করবো, কখন শোকের ব্যাজ লাগাবো তা এখন আর আমরা সিদ্ধান্ত নিতে পারিনা। আমরা জাষ্ট স্রোতে গা ভাসাই।
373626
৩০ জুন ২০১৬ দুপুর ০৩:০৩
আবু জান্নাত লিখেছেন : মুসলমানদের মানবাধিকার থাকতে নেই।

৩০ জুন ২০১৬ সন্ধ্যা ০৭:২৫
310117
পটাশিয়াম নাইট্রেট লিখেছেন : এক্ষেত্রে আমরা মুসলমানরাই তো আমাদের সম্মান করতে জানিনা। অন্যদের দোষ দিয়ে কি লাভ? বলুন তুরস্কের ঘোষনায় সমবেদনা জানাতে কেউ কি আমাদের নিষেধ করেছে?
373627
৩০ জুন ২০১৬ দুপুর ০৩:০৯
৩০ জুন ২০১৬ রাত ০৯:৫৯
310125
পটাশিয়াম নাইট্রেট লিখেছেন : এত ভাবনার কি আছে সবুজ ভাই?

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File