পুলিশের ঈদ বোনাস !

লিখেছেন লিখেছেন পটাশিয়াম নাইট্রেট ১০ জুন, ২০১৬, ০৮:০৫:৩০ রাত

আমি বেশ কয়েকজনকে চিনি যারা ৯:৫০ ডলার / ঘন্টায় রেষ্টুরেন্টে কাজ করেন। এত কম বেতনে কাজ করে সংসার কিভাবে চালায় সেটা চিন্তার বিষয়। পরে জানলাম ঐ চাকুরিগুলা আসলে টিপস্‌ বেইজড্‌। তাই রেষ্টুরেন্টে বেসিক বেতন কত এ হিসাব কেউ করেনা। কারন টিপস্‌ দেবার ক্ষেত্রে আমেরিকানরা বেশ উদার।

বাংলাদেশে পুলিশের চাকুরিটা ও টিপস্‌ বেইজড। অবশ্য পুলিশকে টিপস দিতে হয়না। ঊনারা আদায় করে নেন। এই দেখুন না, ঈদ বোনাসের আয়োজনটা কি সুন্দর হয়ে গেল? চিরুণী অভিজানের নামে এক রাতেই ৯০০ গ্রেফতার। আগামী দুই সপ্তাহে ইনকামটা কি পরিমান হবে ভাবতে পারেন?

চিরুণী অভিযানের বৈধতার জন্য এক ভাবীর জীবন! ব্যাপার না!!

বিষয়: বিবিধ

১৩৮৯ বার পঠিত, ১৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

371640
১০ জুন ২০১৬ রাত ০৮:১৪
হতভাগা লিখেছেন : পুলিশের চাকরিতে পোলাপান যায় এ কারণেই । এখানে অদেখা আয় বেতনের চেয়েও ১০ হাজার গুন বেশী ।

এরা যত দিয়ে চাকরী+পোস্টিং পায়+ধরে রাখে সেটার উসুল করেও আরও হাজার গুন বেশী কামিয়ে ফেলে ।
১০ জুন ২০১৬ রাত ০৮:২১
308382
পটাশিয়াম নাইট্রেট লিখেছেন : তবে যাই বলেন, এবারের চিরুণি অভিযানের টাইমিংটা অসাধারণ!
১০ জুন ২০১৬ রাত ০৮:৫৯
308383
হতভাগা লিখেছেন : রোজার শুরুতেই ঈদ চলে আসলো পুলিশ ভায়াদের সামনে । বাবুল সাহেবের স্ত্রী মরে গিয়ে পরোক্ষভাবে পুলিশদের জন্য এই মহা মওকার সুযোগ এনে দিয়েছেন ।
371641
১০ জুন ২০১৬ রাত ০৯:৪৮
দ্য স্লেভ লিখেছেন : পুলিশের উপর ইনকাম নেই...তবে উকিলও একই ধাচের। তবে পুলিশই এগিয়ে...
১০ জুন ২০১৬ রাত ১০:০৩
308387
পটাশিয়াম নাইট্রেট লিখেছেন : গতানুতিক ষ্টাইল ছাড়া ও পুলিশ মাঝে-মাঝে আয়োজন করে সম্মিলিতভাবে উৎসবমূখর পরিবেশে এসব করে। এই যেমন ঈদ মৌসুমকে সামনে রেখে চিরুণী অভিযান। শুধু টাকা আর টাকা!
371643
১০ জুন ২০১৬ রাত ১০:০৫
শেখের পোলা লিখেছেন : সর্বত্রই লাভে লাভ। বোনাস বানিজ্য৷ অফিসে চলবে বখশিস নামে। এলাকায় ইফতার পার্টির নামে। সবইতো টাকার খেল।ধন্যবাদ।
১১ জুন ২০১৬ রাত ১২:১৯
308396
পটাশিয়াম নাইট্রেট লিখেছেন : সামনে ঈদ বলে কথা! ব্যাপক কেনা কাটা করতে হবেতো! তাই চিরুণি দিয়া আঁচড়িয়ে পয়সা বের করছে।
371647
১০ জুন ২০১৬ রাত ১০:৫২
মোঃ কবির হোসেন লিখেছেন : "চিরুণী অভিযানের বৈধতার জন্য এক ভাবীর জীবন! ব্যাপার না!!সত্য বলার জন্য ধন্যবাদ।আপনার প্রতি আমার শুভেচ্ছা রইল।ভাল থাকবেন।
১১ জুন ২০১৬ রাত ১২:১৯
308397
পটাশিয়াম নাইট্রেট লিখেছেন : ভাল থাকবেন। ধন্যবাদ।
371650
১০ জুন ২০১৬ রাত ১১:০২
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..

যথার্থ বলেছেন, সহমত
আপনাকে অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ
371655
১১ জুন ২০১৬ রাত ১২:২০
পটাশিয়াম নাইট্রেট লিখেছেন : ওয়ালাইকুমাসসালাম য়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..

আপনাকে ও ধন্যবাদ।
371659
১১ জুন ২০১৬ রাত ১২:৩৩
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : সমস্যা হইল সবাই শুধু ঈদে এই বোনাস পায় আর ঠোলারা সবসময়ই এই বোনাস পায়!!
371673
১১ জুন ২০১৬ সকাল ০৯:০২
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় ভাইয়া। পুলিশ বলে কথা......!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File