পুলিশের ঈদ বোনাস !
লিখেছেন লিখেছেন পটাশিয়াম নাইট্রেট ১০ জুন, ২০১৬, ০৮:০৫:৩০ রাত
আমি বেশ কয়েকজনকে চিনি যারা ৯:৫০ ডলার / ঘন্টায় রেষ্টুরেন্টে কাজ করেন। এত কম বেতনে কাজ করে সংসার কিভাবে চালায় সেটা চিন্তার বিষয়। পরে জানলাম ঐ চাকুরিগুলা আসলে টিপস্ বেইজড্। তাই রেষ্টুরেন্টে বেসিক বেতন কত এ হিসাব কেউ করেনা। কারন টিপস্ দেবার ক্ষেত্রে আমেরিকানরা বেশ উদার।
বাংলাদেশে পুলিশের চাকুরিটা ও টিপস্ বেইজড। অবশ্য পুলিশকে টিপস দিতে হয়না। ঊনারা আদায় করে নেন। এই দেখুন না, ঈদ বোনাসের আয়োজনটা কি সুন্দর হয়ে গেল? চিরুণী অভিজানের নামে এক রাতেই ৯০০ গ্রেফতার। আগামী দুই সপ্তাহে ইনকামটা কি পরিমান হবে ভাবতে পারেন?
চিরুণী অভিযানের বৈধতার জন্য এক ভাবীর জীবন! ব্যাপার না!!
বিষয়: বিবিধ
১৩৮৯ বার পঠিত, ১৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এরা যত দিয়ে চাকরী+পোস্টিং পায়+ধরে রাখে সেটার উসুল করেও আরও হাজার গুন বেশী কামিয়ে ফেলে ।
যথার্থ বলেছেন, সহমত
আপনাকে অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ
আপনাকে ও ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন