আসেন শোকবার্তা লিখি!

লিখেছেন লিখেছেন পটাশিয়াম নাইট্রেট ১০ মে, ২০১৬, ০৯:৪৪:১১ রাত

এ জঘণ্য অন্যায়ের প্রতিবাদে যাদের বুলন্দ তাকবীরে বাংলার আকাশ-বাতাশ প্রকম্পিত হবার কথা ছিল। তারা এখন চায়ের কাপে চুমুক দিতে দিতে ফেসবুকে শোকবার্তা লিখে।

" নিজামীর শাহাদাৎ পরিবর্তনের সূচনা করবে"

" এ অবিচার আল্লাহ্‌ সইবেনা"

"হাসিনাকে একদিন এর মাসুল দিতে হবে"

"বুক ফেটে যায়!"

"ঘুমাতে পারছিনা"

হা: হা:! আপনার দেখছেন বিপ্লবের স্বপ্ন! আল্লাহ্‌র কি এমন গরজ পড়েছে যে আপনাদের হাতেই ইসলামকে বিজয়ী করবেন? ইসলামকে বিজয়ি করতে হলে লড়াই করে টিকে থাকার শপথ নিন।

বিষয়: বিবিধ

১১২১ বার পঠিত, ১২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

368643
১০ মে ২০১৬ রাত ১০:০০
গাজী সালাউদ্দিন লিখেছেন : আপনি লড়াইয়ে নামছেন? তা আপনি স্ট্যাটাস টা কি শরবতের গ্লাসে চুমুক দিয়ে লিখলেন?
১১ মে ২০১৬ রাত ১২:৪৭
305983
পটাশিয়াম নাইট্রেট লিখেছেন : আমি না নামলে আপনার না নামাটা বুঝি জাস্টিফাইড হয়ে যাবে? বসে বসে কিল খেতে আপনাদের খারাপ লাগেনা। লড়াই করার কথা বললে দেখি খুব ক্ষেপে উঠেন! ভাগ্যিস জিহাদে নামার কথা বলিনি!

টিকে থাকাটাই চরম স্বার্থকতা নয়, অতিকায় ডাইনোসর বিলুপ্ত হয়েছে, তেলাপোকা টিকে আছে।
১১ মে ২০১৬ রাত ১২:৪৭
305984
পটাশিয়াম নাইট্রেট লিখেছেন : আমি না নামলে আপনার না নামাটা বুঝি জাস্টিফাইড হয়ে যাবে? বসে বসে কিল খেতে আপনাদের খারাপ লাগেনা। লড়াই করার কথা বললে দেখি খুব ক্ষেপে উঠেন! ভাগ্যিস জিহাদে নামার কথা বলিনি!

টিকে থাকাটাই চরম স্বার্থকতা নয়, অতিকায় ডাইনোসর বিলুপ্ত হয়েছে, তেলাপোকা টিকে আছে।
১১ মে ২০১৬ সকাল ০৯:১৭
306005
গাজী সালাউদ্দিন লিখেছেন : আমারও একই প্রশ্ন, অন্যরা মাঠে নামছে না বলে আপনার না নামাটা জাস্টিফাইড হয়ে গেল?
বুকে হাত রেখে বলেন তো, এই স্ট্যাটাস টা পোস্ট করা ছাড়া কতজন লোককে আন্দোলনে শামিল হওয়ার জন্য বলেছেন?
আন্দোলন কি খুবই কম হয়েছে?
368644
১০ মে ২০১৬ রাত ১০:০৭
আফরা লিখেছেন : গাজী সালাউদ্দিন লিখেছেন : আপনি লড়াইয়ে নামছেন?
১১ মে ২০১৬ রাত ১২:৫১
305985
পটাশিয়াম নাইট্রেট লিখেছেন : না আফরা, আমি নামতে পারিনি। তাই বলে কি আক্ষেপ ও করতে পারবোনা? না নামতে পারার অক্ষমতার জন্য বিলাপ ও করতে পারবোনা?


১১ মে ২০১৬ সকাল ০৯:২০
306006
গাজী সালাউদ্দিন লিখেছেন : আপনার যেমন নামতে না পারার অক্ষমতা আছে এবং সে কারণে বিলাপ করছেন। তেমনি আপনার ভাষ্যমতে তারাও শোক করছে
368646
১০ মে ২০১৬ রাত ১০:৩৩
দ্য স্লেভ লিখেছেন : হা: হা:! আপনার দেখছেন বিপ্লবের স্বপ্ন! আল্লাহ্‌র কি এমন গরজ পড়েছে যে আপনাদের হাতেই ইসলামকে বিজয়ী করবেন? ইসলামকে বিজয়ি করতে হলে লড়াই করে টিকে থাকার শপথ নিন।
১১ মে ২০১৬ রাত ১২:৫৫
305986
পটাশিয়াম নাইট্রেট লিখেছেন : আমরাই একমাত্র সঠিক ইসলামি দল এবং আমরা যা বুঝি এবং করি তাহাই ঠিক। মার খেয়ে মার হজম করার মধ্যে বিরাট হেকমত লুকিয়ে আছে। ধৈর্যের ফলস্বরুপ জিব্রাঈল যে কোন সময় ক্ষমতার পেয়ালা নিয়ে হাজির হবে।

ধৈর্য্য ধরা আর কচ্ছপের মত খোলসের ভেতর মাথা ডুকিয়ে মার খাওয়া কি এক জিনিস?
১১ মে ২০১৬ রাত ০৩:১২
305995
দ্য স্লেভ লিখেছেন : যদিও সমালোচনা করার মত যোগ্য নই। কিন্তু তারা বেশী হেকমত করতে করতে অত্যধিক কম্প্রোমাইজ করেছে। কখনও কখনও হালাল হারামের সীমাকেও হেকমত দিয়ে বিশ্লেষন করে হালকা করে সেখানে অংশ নিয়েছে। নিজেদের যে শক্তি সামর্থ রয়েছে সে সম্পর্কে গাফেল থেকেছে। এভাবে পরিস্থিতি এই পর্যন্ত এনেছে। আমার ধারনায় তারা রাজনৈতিক সিদ্ধান্তে বরাবরই ভুল করেছে। যখন যা দরকার তখন তা করেনি। ফলে চড়া মাসুল দিতে হয়েছে। যে দেশের বেশীরভাগ লোকের ইমোশন ইসলাম সে দেশে তারা তাদের সাংগঠনিক যন্ত্র ব্যবহার করতে পারেনি। ফলে জনগনও নেতাদের মত...নেতারাও ইসলাম প্রীয় জনতার মত ইশ...ওহ...হায় হায়...এরকম করছে....একসময় শ্লোগান ছিলো বিপ্লব বিপ্লব ইসলামী বিপ্লব...সেটা গায়েব হয়ে গেছে...
১১ মে ২০১৬ সকাল ০৮:৩৬
306000
পটাশিয়াম নাইট্রেট লিখেছেন : শুধু তাই নয়। তাঁদের ভুলের কোন সমালোচনা ও তাঁরা সহ্য করতে রাজি নন। বর্তমান অবস্হা থেকে উত্তোরণের কোন ছক কি জামায়াতের আছে? প্রতিরোধের সময় কি এসেছে, না এলে কবে আসবে? মডারেট ইসলামী দলের পশ্চিমা লিষ্ট থেকে নাম কাটা যাবে এ ভয়েই তারা ভীষণ রকমের সতর্ক! পাছে বদনাম হয়।
১১ মে ২০১৬ সকাল ০৯:১২
306004
গাজী সালাউদ্দিন লিখেছেন : তারা জামায়াত শিবির, আপনি কে? দল ত্যাগ করেছেন বুঝি?

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File