সৌদি আরবে সেটেল্ড হতে চাই। কি ধরণের প্রস্তুতি নিতে হবে?

লিখেছেন লিখেছেন পটাশিয়াম নাইট্রেট ২৯ এপ্রিল, ২০১৬, ০৮:১১:০৫ রাত

সৌদি আরবে বিদেশীরা চাকুরী নিয়ে আসতে পারবে এবং পারমেনেন্ট রেসিডেন্সি পাবে এমন খবরে আমার অনেক দিনের একটা আবছা স্বপ্ন বেশ মাথা ছাড়া দিয়ে উঠেছে। অবসর জীবনটা মক্কা-মদিনায় কাটানোটা আমার কাছে স্বপ্নের মত।তাই আমি চাচ্ছি আগামী ৬/৭ বছর পর মক্কা-মদিনায় একটা ছোটখাট চাকুরী নিয়ে পরিবার সহ সেখানে থিতু হওয়া ,সেখানেই রিটায়ারমেন্টে যাওয়া এবং জীবনের বাকীটা সময় সেখানেই কাটিয়ে দেয়া। জানিনা এটা কতটুকু বাস্তব এবং কি ধরনের প্রস্তুতি নিতে হবে।

উল্লেখ্য আমি বর্তমানে নিউইয়র্কে একটা ব্যংকে টেকনোলজি ডিপার্টমেন্টে কাজ করছি।

সৌদি আরবে যারা আছেন বা ভাল আইডিয়া আছে দয়া করে আপনার সাজেশন জানাবেন যাতে প্রস্তুতি নেয়া শুরু করতে পারি।

বিষয়: বিবিধ

১৪৯৬ বার পঠিত, ১৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

367488
২৯ এপ্রিল ২০১৬ রাত ০৯:৩৯
মনসুর লিখেছেন : মাশাআল্লাহ, সুন্দর লিখেছেন। আলহামদুলিল্লাহ, জাজাকাল্লাহু খাইরান। শুভেচ্ছান্তে ধন্যবাদ।
মহান আল্লাহ আমাদর সবাইকে হেদায়েত দিয়ে দুনিয়া ও আখেরাতে নেক কামিয়াবী দান করুন, আমীন।
২৯ এপ্রিল ২০১৬ রাত ১১:৩২
304884
পটাশিয়াম নাইট্রেট লিখেছেন : দোয়া করবেন।
367489
২৯ এপ্রিল ২০১৬ রাত ১০:৩৩
দ্য স্লেভ লিখেছেন : এটা অআমারও ইচ্ছা ছিলো। আল্লাহ যদি হায়াত রাখেন তবে ভেবে দেখব। সুপ্ত বাসনা আছে। অথবা এপার্টমেন্ট কিনে মাঝে মাঝে সেখানে গিয়ে থাকব। আমার ধারনা আপনি এটা পারবেন। কারন আপনি রিটায়ারমেন্টের পর যদি করেন সেটা আরো বেশী সুবিধা। আমেরিকা থেকে টাকা তুলবেন আর ওখানে খাবেন Happy সৌদী সরকার আমেরিকানদের খাতির করে বেশ। আর আপনি ওখানে ভালো জব পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনার ইচ্ছা পূরন করুক
২৯ এপ্রিল ২০১৬ রাত ১১:৩২
304883
পটাশিয়াম নাইট্রেট লিখেছেন : ইনশাআল্লাহ্‌!নিজেকে কিভাবে প্রস্তুত করবো তা নিয়ে ভাবছিলাম। আমার ইচ্ছা আমেরিকার জব থেকে আর্লি রিটায়ার করে একটা জব নিয়ে সেখানে যাওয়া। আল্লাহ্‌ কবুল করুন।

তো আপনার এপার্টমেন্টের পাশে আমার জন্য ও একটা দেখবেন!!! বর্তমানে বিদেশীরা মনে হয় সেখানে এপার্টমেন্ট কিনতে পারেন না। আমি নিশ্চিত নয়
367495
২৯ এপ্রিল ২০১৬ রাত ১১:৪৯
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
৩০ এপ্রিল ২০১৬ রাত ০১:২১
304888
পটাশিয়াম নাইট্রেট লিখেছেন : ধন্যবাদ আপনাকেও
367501
৩০ এপ্রিল ২০১৬ রাত ০১:১০
আব্দুল গাফফার লিখেছেন : আসসালামু আলাকুম। সৌদি আরবে বিদেশীরা চাকুরী নিয়ে আসতে পারবে এবং পারমেনেন্ট রেসিডেন্সি পাবে । খবরটি কবে কোথায় শুনেছেন জানিনা । তবে আমরা এখনো শুনিনি । খবরটি সত্য হলে আপনার মত অনেকের মনের আশা পূর্ণ হত । জাজাকাল্লাহু
৩০ এপ্রিল ২০১৬ রাত ০১:২০
304887
পটাশিয়াম নাইট্রেট লিখেছেন : এমনটিই তো দেখছি বিভিন্ন সংবাদ মাধ্যমে। কিছুদিন আগে সৌদো পররাষ্ট্র মন্ত্রী ও সি এন এন এর সাথে সাক্ষাৎকারে এমনটাই বল্লেন।

দেখা যাক।
367502
৩০ এপ্রিল ২০১৬ রাত ০১:১৬
শেখের পোলা লিখেছেন : প্রচেষ্টা উত্তম। হিজরতের প্রয়োজন হলে তা করাই উচিৎ৷ তবে আমেরিকায় আশাকরি এখনও তেমন হয়নি৷ দেশের অবস্থায় হিজরতই উত্তম। তবে আগে প্রয়োজন নিজের দেশটাকে বাসযোগ্য করা৷ চলুন না সেইটা আগে করি৷ টাকা থাকলে যে কোন সময় হয়তো আরব যাওয়া যাবে। কিন্তু যাদের তা নেই তাদের কথাওতো ভাবতে হবে ভাই।
৩০ এপ্রিল ২০১৬ রাত ০১:১৯
304886
পটাশিয়াম নাইট্রেট লিখেছেন : একমত ভাই। কিন্তু দেশের জন্য কিইবা করার আছে আমাদের পরবাসে থেকে। দু-চার লাইন লিখে মনের ঝাল মেটাই, এই যা!



367507
৩০ এপ্রিল ২০১৬ সকাল ০৬:১৭
নিমু মাহবুব লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
আমার জানা নেই।
Good Luck Good Luck Good Luck Good Luck Rose Rose Rose Rose Good Luck Good Luck Good Luck Good Luck Rose Rose Rose Rose
367595
৩০ এপ্রিল ২০১৬ রাত ০৮:৩১
আবু জান্নাত লিখেছেন : আমারও ইচ্ছে আপনার মতই। যদি আল্লাহ তায়ারা ব্যবস্থা করে দেন, তবেই আশা পূর্ণ হবে ইন শা আল্লাহ।
০১ মে ২০১৬ সকাল ০৭:২১
304993
পটাশিয়াম নাইট্রেট লিখেছেন : ইনশাআল্লাহ্‌

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File