২৭ শে মার্চ- আমাদের আরেকটি নার্ভ টেষ্ট ।

লিখেছেন লিখেছেন পটাশিয়াম নাইট্রেট ২২ মার্চ, ২০১৬, ০১:৩১:৪২ রাত

সাম্প্রতিক ট্রেন্ডটা একটু খেয়াল করলেই ধরতে পারবেন। ওরা প্রথমে ইসলামি দলগুলার উপর ষ্টীম রোলার চালাতে লাগলো। আমরা ম্যাণ্গো পাবলিক বলে খুব একটা মাথা ঘামলাম না। এর পর সংবিধান থেকে বিসমিল্লাহ্‌ মুছে দিল। এ নিয়ে টুক- টাক প্রতিবাদের পর সবকিছুই ঠান্ডা হয়ে গেল। সময়ে-সময়ে অত্যন্ত পরিকল্পিত ভাবে ইসলাম, আল্লাহ আর রাসুল [স:] কে নিয়ে একের পর এক উস্কানিমুলক কথা বলে দিয়ে আমাদের নার্ভ টেষ্ট করছিল। আমরা বরাবরই কার্যকরভাবে ওসবের প্রতিবাদ করতে ব্যর্থ হয়েছি।

এর পর ওরা আরো মৌলিক বিষয়ে নজর দিল। বিভিন্ন প্রতিষ্ঠানে একের পর হিজাব নিষিদ্ধ করতে লাগলো। দাঁড়ি-টুপিওয়ালাদের যেখানে সেখানে ঠেন্গাতে লাগলো। মসজিদগুলুকে নজরদারীর আওতায় নিয়ে আনলো। এর পর ও আমরা কার্যকর প্রতিরোধ গড়তে ব্যর্থ হয়েছি।

এবার ওরা রাষ্ট্র ধর্ম হিসেবে ইসলামের নাম মুছে ফেলত চায়। খুব সম্ভবত কিছুটা হৈ-হল্লুড় এর পর ওটা ও প্রতিষ্ঠিত হয়ে যাবে। ওরা ২৭ শে মার্চ শুনানী করে আসলে আমাদের প্রতিক্রিয়াটা দেখতে চায়। যদি মনে করে আন্দোলন সামাল দেয়া যাবে তবে তা বাস্তবায়নে আর দেরি হবার কথা নয়। যদি প্রতিবাদ বেশ জোড়ালো হয় তবে আরো কিছুদিন হোমওয়ার্ক করে ওরা আবার মাঠে নামবে।

ইসলামের বিরুদ্ধে হাসিনা কিছুটা কামাল আতাতুর্কের ফর্মুলা ফলো করছে। পার্থক্য হচ্ছে কামাল আতাতুর্ক ইসলাম বিহীন তথাকথিত আধুনিক তুরস্ক গড়ে তুলতে চেয়েছিল । আর হাসিনা চাচ্ছে ইসলাম বিহীন বাংলাদেশ যা ভবিষ্যতে রাম-রাজত্বের অংশ হয়ে যেতে কোন বাঁধা থাকবেনা।

বিষয়: বিবিধ

১১৯৯ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

363235
২২ মার্চ ২০১৬ সকাল ০৫:৫৮
শেখের পোলা লিখেছেন : অত্যন্ত সত্য কথা ধীরে অতিধীরে তারা অনৈসলামীক এজেণ্ডা তথা কথিত মুসলীমদের দ্বারাই বাস্তবায়ন করে চলেছে৷ আর ৯০% মুসলীম দাবিদার আমরা, দেখিনা কি হয় বলে অপেক্ষা করে চলেছি৷ধন্যবাদ৷
২৩ মার্চ ২০১৬ সকাল ০৮:৩৯
301221
পটাশিয়াম নাইট্রেট লিখেছেন : ধন্যবাদ! আমার মনে হয় এখন তারা আর ধীরে নয়, যত দ্রুত সম্ভব করে ফেলতে চাচ্ছে।
363261
২২ মার্চ ২০১৬ দুপুর ০২:৪৫
মোহাম্মদ ওমর ফারুক লিখেছেন : সত্যের থেকেও সত্য
২৩ মার্চ ২০১৬ সকাল ০৮:৩৯
301222
পটাশিয়াম নাইট্রেট লিখেছেন : হয়তো সত্যই!
363273
২২ মার্চ ২০১৬ দুপুর ০৩:৫৬
কুয়েত থেকে লিখেছেন : তুর্কি এখন ইসলামের জন্য নিবেদিত হাসিনা কিছুটা কামাল আতাতুর্কের ফর্মুলা ফলো করছে। পার্থক্য হচ্ছে কামাল আতাতুর্ক ইসলাম বিহীন আধুনিক তুরস্ক গড়ে তুলতে চেয়েছিল।আর হাসিনা চাচ্ছে ইসলাম বিহীন বাংলাদেশ যা ভবিষ্যতে রাম-রাজত্বের অংশ হয়ে যেতে কোন বাঁধা থাকবেনা।লেখাটি ভালো লাগলো ধন্যবাদ আপনাকে
২৩ মার্চ ২০১৬ সকাল ০৮:৪০
301223
পটাশিয়াম নাইট্রেট লিখেছেন : আপনাকে ও ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File