ব্লগে কোন গ্রাফিক্স ডিজাইনার আছেন বা কাউকে চেনেন?

লিখেছেন লিখেছেন পটাশিয়াম নাইট্রেট ০৮ ফেব্রুয়ারি, ২০১৬, ০৮:১০:১৬ সকাল

আপনি নিজে যদি গ্রাফিক্স ডিজাইনার হন বা পরিচিত কেউ থেকে থাকেন তবে আমাকে কয়েকটা টি-শার্ট ডিজাইন করে দিতে পারলে উপযুক্ত সম্মানী দেয়া হবে।

আমি মুলত ভেক্টর বেইজড্‌ খুঁজছিলাম, ১ বা ২ রঙের উপর যাতে স্ক্রীণ প্রিন্ট করতে সহজ হয়।

আমি যেহেতু বাংলাদেশি কালচারের উপর ডিজাইন খুঁজছিলাম তাই এখানে পোষ্ট করলাম। দয়া করে কেউ গালাগাল করবেন না প্লিজ।একান্তই ব্যাক্তিগত পোষ্ট বলে।

বিষয়: বিবিধ

১১৮৬ বার পঠিত, ৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

358908
০৮ ফেব্রুয়ারি ২০১৬ সকাল ১০:৫৯
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আস্সালামু আলাইকুম ওয়া রাহামাতুল্লাহি ওবারাকাতুহু। গ্রাফিক্স ডিজাইনার হয়তো তার কর্মব্যস্তার কারনে ব্লগিং করেননা।
০৮ ফেব্রুয়ারি ২০১৬ রাত ০৮:১২
297694
পটাশিয়াম নাইট্রেট লিখেছেন : ওয়ালাইকুমাস্‌সালাম।
যে রাঁধে সে কি চুল বাঁধেনা?
358910
০৮ ফেব্রুয়ারি ২০১৬ সকাল ১১:০৫
০৮ ফেব্রুয়ারি ২০১৬ রাত ০৮:১৪
297695
পটাশিয়াম নাইট্রেট লিখেছেন : আপনার লিন্কটা ব্রোকেন । দয়া করে লিনকটা আবার দেবেন কি?
০৮ ফেব্রুয়ারি ২০১৬ রাত ০৯:৩৩
297709
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : https://facebook.com/matikrahmanco.atik?__nodl
০৯ ফেব্রুয়ারি ২০১৬ সকাল ০৬:৩৩
297725
পটাশিয়াম নাইট্রেট লিখেছেন : আপনাকে আবারো ধন্যবাদ।
358956
০৮ ফেব্রুয়ারি ২০১৬ রাত ০৮:২৯
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : সম্ভবত মুসাফির ভাই এই কাজ করেন।
০৯ ফেব্রুয়ারি ২০১৬ সকাল ০৬:৩২
297723
পটাশিয়াম নাইট্রেট লিখেছেন : ধন্যবাদ সবুজ ভাই। দেখি মুসাফিরের দেখা পাই কিনা!
359005
০৯ ফেব্রুয়ারি ২০১৬ সকাল ০৬:৫০
পটাশিয়াম নাইট্রেট লিখেছেন : ব্লগে যে অন্য ব্লগারদের ব্যাক্তিগত মেসেজ দেয়ার অপশন নাই তা আজ টের পেলাম!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File