ভান্গা শহীদ মিনার আজ ওদের চোখে ক্রোধের অনল জ্বালতে পারলোনা!
লিখেছেন লিখেছেন পটাশিয়াম নাইট্রেট ০৬ মার্চ, ২০১৩, ১১:১৯:৪০ সকাল
সে দিন শহীদ মিনার ভান্গার দোষটা শিবিরের গায়ে চাপিয়ে আমার প্রগতিশীল বন্ধুদের চোখে-মুখে ক্রোধের আগুন ফেটে পড়ছিল! আমি তো জানি শহীদ মিনার বা জাতীয় পতাকা ওদের কাছে কোন ব্যপারনা। ব্যাপার হলো জামায়াত-শিবির।
আমি ওদের ভাল করেই চিনি, এক সাথে বেড়ে উঠেছিনা! শহীদ মিনার ভান্গা বা জাতীয় পতাকায় আগুন শিবির দেয়নি, এটা ওদের কোন ভাবেই বিশ্বাস করানো যেতোনা। কিন্তু আজ যুবলীগ নেতা যখন শহীদ মিনার ভাংতে গিয়ে ধরা খেল, কারা সংখ্যালুঘুদের উপর হামলা করে জামায়াত-শিবিরের উপর দোষ চাপাচ্ছে প্রকাশ হয়ে পড়লো, তখন আজ বান্দরগুলার একটারেও পাইলামনা! ফেসবুকে বেশ কিছু উস্কানীমূলক পোস্ট দিয়ে ও কমেন্ট করাতে পারলামনা। ভান্গা শহীদ মিনার আজ ওদের চোখে ক্রোধের অনল জ্বালতে পারলোনা! প্রতিবাদ জানিয়ে একটা পোষ্ট ও কি দেয়া যেতনা, পোষ্ট আর কমেন্টের বন্যায় সেদিন ফেসবুকের সার্ভারগুলু কয়বার রিবুট করতে হয়েছিল কে জানে?
বিষয়: বিবিধ
১১৭১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন