আওয়ামিলীগ করেন ভাল কথা! তাই বলে এমন বেহায়া হতে হবে কেন
লিখেছেন লিখেছেন পটাশিয়াম নাইট্রেট ০৬ মার্চ, ২০১৩, ০৪:০৭:৪৩ রাত
সে দিন শহীদ মিনার ভেন্গে জামায়াতের ঘাঁড়ে দোষ চাপানো হল। অনেকের চোখে সে কি ঘৃণার আগুন! দেশাত্মবোধ এক্কেবারে চুঁইয়ে পড়ছিল! আর আজ? সেই একই শহীদ মিনার ভাংতে গিয়ে ধরা খেল যুবলীগের নেতা! কিন্তু আজ আর কারো মুখে রা নেই। মুখে দিল্লীকা লাড্ডু ঢুকিয়ে রেখেছে যে মুখ নাড়তে পারছেনা! কিছুক্ষণ আগে জানলাম মানষিক ভারসাম্যহীন বলে ওকে থানা থেকে ছাড়িয়ে আনা হয়েছে।আহা দ্বেষ-প্রেমিক আওয়ামিলীগার!!! আমার সেই একই কথা! আওয়ামিলীগ করেন ভাল কথা! তাই বলে এমন বেহায়া হতে হবে কেন?"
বিষয়: বিবিধ
১২৬৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন