এস এস সি পরিক্ষার্থীদের জন্য সু-খবর! এবং আরো একটি প্রস্তাবনা।
লিখেছেন লিখেছেন পটাশিয়াম নাইট্রেট ০৩ ফেব্রুয়ারি, ২০১৫, ০৯:৫১:৫৪ রাত
প্রথমে সরকারকে ধন্যবাদ জানাতেই হয়। কিছুদিন পূর্বে এস এস সি পরীক্ষার প্রশ্নপত্র প্রকাশের আবেদন জানিয়ে ফেসবুকে আবেদন জানিয়েছিলাম।আমার সে আবেদন মনে হয় সরকারের কান অবধি পৌঁছেছে এবং হয়তো সে কারণেই লাখ-লাখ পরিক্ষার্থীর মনের আশা ও পূরণ হয়েছে।
অবশ্য এটা কোন অন্যায় চাওয়া ছিলনা।
হরতাল-অবরোধের কারণে ছেলে-পুলেরা একদম পড়াশুনা করতে পারেনি।তাছাড়া এ সরকারের আমলে প্রায় প্রত্যেক পরীক্ষার প্রশ্নপত্র সময়মত প্রকাশ হয়েছে, যা পাসের হারকে শতভাগের কাছাকাছি নিয়ে গেছে। তাহলে ২০১৫'র এস এস সি পরিক্ষার্থীরা বন্চিত হবে কেন? সরকারকে আবারো ধন্যবাদ।
শিক্ষাখাতে সরকারের সফলতা অব্যাহত রাখতে আরো কিছু আবেদন আমাদের। আশা করি ভেবে দেখবেন।
# এখনো সবগুলু বিষয়ের প্রশ্নপত্র আমরা হাতে পাইনি। দয়া করে সবগুলু বিষয়ের প্রশ্নপত্র সময় থাকতে প্রকাশ করবেন। এ ক্ষেত্রে জাতীয় কোন পত্রিকায় প্রকাশ করা যেতে পারে।
# হরতাল- অবরোধের কারণে পরীক্ষা ব্যহত হচ্ছে।তাই প্রশ্নপত্র পত্রিকায় প্রকাশ করার পর শিক্ষার্থীরা উত্তর-পত্র বাসা থেকে শিক্ষা-বোর্ড বরারবর ডাক যোগে পাঠিয়ে দেবে।
# ডিজি-টাল বাংলাদেশের পথে আরো একধাপ এগিয়ে যাবার জন্য আমরা অনলাইনে ও পরীক্ষার ব্যবস্হা করতে পারি। এ ক্ষেত্রে প্রশ্ন-পত্র শেখ-হাসিনা বা শিক্ষামন্ত্রী নাহিদের ফেসবুক ওয়ালে প্রকাশ করা হবে। শিক্ষার্থীরা ই-মেইলে উত্তর পত্র পাঠিয়ে দেবে।
# প্রশ্নপত্র হাতে পেলেও কারো-কারো ইংরেজী পরীক্ষা খারাপ হয়। তাই ইংরেজী পরীক্ষাটা বাংলায় দিতে পারলে আর কোন রিক্স থাকবেনা।
আবারো ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি!
জয় বাংলা!
বিষয়: বিবিধ
১৩৯৫ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আপনার মাথায় এতো বুদ্ধি! !
মন্তব্য করতে লগইন করুন