মহাসমারোহে চলছে কালজয়ী বাংলা ছায়াছবি "বাকশাল"
লিখেছেন লিখেছেন পটাশিয়াম নাইট্রেট ২৬ জানুয়ারি, ২০১৫, ০৭:২৪:৩৪ সকাল
"আমি তোকে বাহিরে বের হতে দিইনি বলে তুই আমাকে ভেতরে ঢুকতে দিস্নি? এত বড় বেয়াদবি! তোর পুত্র-শোকের গুস্টি কিলাই। বাইন্চত! আরো একটা মামলা বুইঝ্যা ল।"
উক্ত সংলাপটি কালজয়ী বাংলা ছায়াছবি "বাকশাল" থেকে নেয়া। ছবিটি মহাসমারোহে চলছে সমগ্র বাংলাদেশ জুড়ে। ছবিটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন প্রায় নোবেল পুরস্কার প্রাপ্ত একজন অভিনেত্রী । এতে আরো আভিনয় করেছেন টাকু কামরুল, রাবিশ মাল, মুতিয়া চৌং, ট্যারা হানিফ সহ অন্যান্য গুনি শিল্পীরা। সন্গীত পরিচালনায় রয়েছেন খবিশ মহসীন এবং ফাইটিং দৃশ্যে পরিচালনায় রয়েছে র্যাব-পুলিশ এবং বি জি বি।
উল্লেখ্য বক্স অফিস কাঁপানো ছবি "আমেরিকান স্নাইপার" কে চ্যালেন্জের মুখে ফেলে দিয়েছে বিগ বাজেটের এ বাংলা ছবি ।এ্যাকশন দৃশ্য গুলুকে আরো প্রাণবন্ত করে তুলতে ছবিতে কোন ডামি বা ষ্টান্ট ব্যাবহার করা হয়নি। কলাজয়ী এই বাংলা ছায়াছবি দেখতে ভুলবেন না যেন!
বিষয়: বিবিধ
১৪৭৮ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এই ছবির বৈশিষ্ট্য হলঃ না চাইলেও বাধ্য হয়েই দেখতে হবে ছবিটা! কেননা এর ব্যপ্তি বাংলাদেশের সর্বত্র!!
মন্তব্য করতে লগইন করুন