মহাসমারোহে চলছে কালজয়ী বাংলা ছায়াছবি "বাকশাল"

লিখেছেন লিখেছেন পটাশিয়াম নাইট্রেট ২৬ জানুয়ারি, ২০১৫, ০৭:২৪:৩৪ সকাল

"আমি তোকে বাহিরে বের হতে দিইনি বলে তুই আমাকে ভেতরে ঢুকতে দিস্‌নি? এত বড় বেয়াদবি! তোর পুত্র-শোকের গুস্টি কিলাই। বাইন্চত! আরো একটা মামলা বুইঝ্যা ল।"

উক্ত সংলাপটি কালজয়ী বাংলা ছায়াছবি "বাকশাল" থেকে নেয়া। ছবিটি মহাসমারোহে চলছে সমগ্র বাংলাদেশ জুড়ে। ছবিটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন প্রায় নোবেল পুরস্কার প্রাপ্ত একজন অভিনেত্রী । এতে আরো আভিনয় করেছেন টাকু কামরুল, রাবিশ মাল, মুতিয়া চৌং, ট্যারা হানিফ সহ অন্যান্য গুনি শিল্পীরা। সন্গীত পরিচালনায় রয়েছেন খবিশ মহসীন এবং ফাইটিং দৃশ্যে পরিচালনায় রয়েছে র‍্যাব-পুলিশ এবং বি জি বি।

উল্লেখ্য বক্স অফিস কাঁপানো ছবি "আমেরিকান স্নাইপার" কে চ্যালেন্জের মুখে ফেলে দিয়েছে বিগ বাজেটের এ বাংলা ছবি ।এ্যাকশন দৃশ্য গুলুকে আরো প্রাণবন্ত করে তুলতে ছবিতে কোন ডামি বা ষ্টান্ট ব্যাবহার করা হয়নি। কলাজয়ী এই বাংলা ছায়াছবি দেখতে ভুলবেন না যেন!

বিষয়: বিবিধ

১৪৭৮ বার পঠিত, ১২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

301773
২৬ জানুয়ারি ২০১৫ সকাল ০৮:৪৪
কাহাফ লিখেছেন :
এই ছবির বৈশিষ্ট্য হলঃ না চাইলেও বাধ্য হয়েই দেখতে হবে ছবিটা! কেননা এর ব্যপ্তি বাংলাদেশের সর্বত্র!!
২৬ জানুয়ারি ২০১৫ সকাল ০৯:১২
244135
পটাশিয়াম নাইট্রেট লিখেছেন : তাইতো?হলে গিয়ে দেখার আমন্ত্রণ প্রত্যাহার করলাম।
301777
২৬ জানুয়ারি ২০১৫ সকাল ০৯:৪১
sarkar লিখেছেন : বাকশাল গত হইয়াছি ১৯৭৫ সালে।সেই বাকশাল দেখার দুর্ভাগ্য আমাদের হয়নি।তাই এখন আমাদেরকে রঙ্গীন বাকশাল দেখিতে হইল।
২৬ জানুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৭:৫৩
244206
পটাশিয়াম নাইট্রেট লিখেছেন : দূ:খিত! আমার বলা উচিৎ ছিল বাকশালের রিমেক ( সম্পূর্ণ রঙ্গীণ)
301781
২৬ জানুয়ারি ২০১৫ সকাল ১০:১৪
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : বাকশাল নয় হে বাঘের পোষাকে শিয়াল!
২৬ জানুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৭:৫৪
244210
পটাশিয়াম নাইট্রেট লিখেছেন : যা হোক। শুয়োর বলেন নাই।
301785
২৬ জানুয়ারি ২০১৫ সকাল ১০:২২
দ্য স্লেভ লিখেছেন : মজা পেলুম....
২৭ জানুয়ারি ২০১৫ সকাল ০৭:৩৬
244259
পটাশিয়াম নাইট্রেট লিখেছেন : বিনা পয়সার ছবি, মজাতো পাবেন!
301842
২৬ জানুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৬:৩০
মোতাহারুল ইসলাম লিখেছেন : ছবিটা বক্স অফিসে এত হিট করেছে যে, বক্স অফিস ভেঙ্গে পরার উপক্রম হয়েছে।
২৬ জানুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৭:৫৪
244209
পটাশিয়াম নাইট্রেট লিখেছেন : জ্বী না! এটা আওয়ামি বক্ষ অফিস। ভাঙতে সময় লাগবে।
301860
২৬ জানুয়ারি ২০১৫ রাত ০৮:১৪
গাজী সালাউদ্দিন লিখেছেন : হা হা হা, মানুষ ঘুমালেও এই ছবির দৃশ্য দেখে আতকে উঠে, এ হিট করবেনাতো, কি করবে তাহলে?
২৭ জানুয়ারি ২০১৫ সকাল ০৭:৩৫
244258
পটাশিয়াম নাইট্রেট লিখেছেন : হিট মানে? একেবারে তামা-তামা! সাবধানে থাকবেন। হিট-ষ্ট্রোক ও হতে পারে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File