অবরোধ এবং বিশ্ব-ইজতেমা ২০ দলের জন্য একা মহা সূযোগ!

লিখেছেন লিখেছেন পটাশিয়াম নাইট্রেট ০৭ জানুয়ারি, ২০১৫, ০১:৪৮:১৭ রাত

আমি বিশ্ব-ইজতেমার ঘোরতর বিরোধী। বিরোধী আওয়ামিলীগের ও। কিন্তু এখনো লক্ষ-লক্ষ মানুষ বিশ্ব-ইজতেমার ভক্ত রয়ে গেছে। মানুষ কোথায় কখন কিসে বিগড়ে যাবে তা বলা মুশকিল। বিশ্ব-ইজতেমার সময় অবরোধ থাকেল ইজতেমা ভক্তদের মনে বিরুপ প্রতিক্রিয়া সৃষ্টি হবে। তাছাড়া সরকারী গুন্ডারা ইজতেমা-গামী যান-বাহনে নাশকতা চালাবে নিশ্চিত, যার দায় পড়বে ২০ দলের উপর।তাই ইস্তেমার সময় অবরোধ স্হগিত করা ছাড়া কোন উপায় দেখছিন।

এখন ২০ দল যদি ইজতেমার পরেরদিন ঢাকায় মহাসমাবেশ ডাকে, তবে আওয়ামিলীগের কি করার থাকবে? সরকারি বাসে ট্রেনে একদম তৃণমূল থেকে ঢাকায় জড়ো হবার এমন সুযোগ কি আর আসবে?

বাসে-ট্রেনে তল্লাসী চালাতে গেলে ইস্তেমাগামী মানুষ বিগড়ে যাবে। হাসিনা পারলে ইস্তেমা নিষিদ্ধ করুক।

বি এন পি তথা ২০ দল কি পারবে এমন সাহসী সিদ্ধান্ত নিতে?

বিষয়: বিবিধ

১৫১৫ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

299653
০৭ জানুয়ারি ২০১৫ সকাল ১০:৩৯
আওণ রাহ'বার লিখেছেন : ইজতেমার ময়দানে যায়গা দেয়ার মত অবস্থা নেই গতকাল দু ভাই ইজতেমায় যাওয়ার জন্য আমার অফিসে সিনিওরদেরকে বললেন কিন্তু এখনো ঠিক করা যায়নি তিনাদের কোথায় দেয়া হবে প্রথম ধাপে না দ্বিতীয় ধাপে।
আবার শুনলাম যায়গা না দিতে পেরে টাকা ফিরিয়ে দিচ্ছেন।
আমি ২য় ভাগে যাবো ইনশাআল্লাহ তবে আমাকে বলেছে চারদিন থাকতে হবে।
বন্ধু কাউকেও যাওয়ার জন্য বলিনা কারন যায়গা নাই।
আগামীতে ইজতেমা চারভাগ এ করার জন্য দোয়া করি রবের কাছে।
আরেকটি কথা সেটা হলো যে মুরুব্বী দোয়া করতেন তিনি ইন্তেকাল করেছেন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File