আমি মডু নইরে হতভাগা! (ব্যক্তিগত পোষ্ট)

লিখেছেন লিখেছেন পটাশিয়াম নাইট্রেট ০১ আগস্ট, ২০১৪, ০১:০১:৫৭ রাত

জনাব হতভাগা, আমি মডু নই,। আপনার দোহাই লাগে আমাকে মডু বলে গালি দেবেননা, প্লিজ!

আমার বিভিন্ন পোষ্টে মন্তব্য করতে গিয়ে আপনি আমাকে যেভাবে মডু বলে গালি দিয়েছেন তার প্রতিবাদ করতে গিয়েই আমার এই পোষ্ট।

আমার বিভিন্ন পোষ্টে আপনার মন্তব্য

মডু হওয়া মোটেই দোষের কিছু না । কিন্তু যখনই ''কুৎসিত এই ব্লগারকে কেন আই পি সহ ব্যান করা হবেনা?'' এই ধরনের পোস্ট দেন মডু হয়েও তখনই খারাপ লাগে , আমাদের কাছে কেন এই প্রশ্ন রাখছেন ? এদেরকে তো আপনারাই খুব সহজেই ব্যান করে দিতে পারেন । করছেন না কেন


ব্লগকে হিট করার জন্য ইসলামবিদ্বেষী কথাবার্তা চালু করিয়ে দিয়ে আপনারা কি খুব নেকী হাসিল করছেন ? একটুও কি চিন্তা করছেন না যে এসব মজা করার ঘটনা একদিন আপনাকে , আমাদের সবাইকে ঘিরে ধরবে ?


আপনি মডারেটর হন এটা কোন দোষের ব্যাপার না । কিন্তু তখনই খারাপ লাগে যখন যেটা মডারেটর হিসেবে আপনারা করতে পারেন খুব সহজেই মানে ইসলামবিদ্বেষী কমেন্টকারী ও পোস্টদাতাদের সাইজ করতে , সেখানে আমাদের মতামত চান - ''এটা করা কেন অনুচিত হবে ?


আমাকে মডু বলে আপনার দেয়া গালি আমি আর সহ্য করতে পারছিনা। আপনি কেন আমাকে মডু বলে মনে করেন তা আপনি ক্লিয়ার করেছেন! আপনার ঈর্ষা মডু না হয়েও আমি কিভাবে অল্প সময়ে একাধিক পোষ্ট দেই, এইতো? সেটা যদি আমি এখানে প্রকাশ করি তবে চিন্তা করেনতো কি অবস্হা হবে? ব্লগে ফ্লাডিং হয়ে যাবেনা।

অল্প সময়ে অধিক (কোয়ালিটি)-পোষ্ট যদি আপনি আসলেই দিতে চান তবে সরাসরি বল্লেই আমি আপনাকে ই-মেইল করে দেব। লজ্জা না পেয়ে জানাবেন কিন্তু।

তবে এখন আমার ভয় আসল মডুরা যেন আমাকে আবার ব্যান করে না বসে ! যদি ও সেটা আমার দোষ না, ব্লগের টেকনিক্যাল সমস্যা। আই টি তে কাজ করি, তাই এসব ফাঁক-ফোঁকর চোখ এড়ায় না। বলতে পারেন ফাঁক-ফোঁকর বের করাই আমার পেশা!

বিষয়: বিবিধ

১৫৯১ বার পঠিত, ২৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

249791
০১ আগস্ট ২০১৪ রাত ০১:১৪
বুড়া মিয়া লিখেছেন : যাক হতভাগা আর কিছু বের করতে পারুক না পারুক; একজন আইটি স্পেশালিষ্ট এর পরিচয় আমাদেরকে জানার সুযোগ করে দিয়েছে।
০১ আগস্ট ২০১৪ রাত ০১:৪০
194149
পটাশিয়াম নাইট্রেট লিখেছেন : আইটি স্পেশালিষ্ট! দাঁড়ান, একটউ হাঁইস্যা লই!
249832
০১ আগস্ট ২০১৪ সকাল ০৬:৪১
ইমরান ভাই লিখেছেন : নাইট্রেট ভাই, সবার সার্থে টেকনিকটা শিখিয়দেন প্লিজ। ২ ঘনটা ওয়েট প্লিজ :(
০১ আগস্ট ২০১৪ সকাল ০৭:০৭
194172
পটাশিয়াম নাইট্রেট লিখেছেন : গ্যারান্টি দেন মডু আমারে ব্লক মারবেনা! আমার ব্যাক-আপ নিক নাই
249836
০১ আগস্ট ২০১৪ সকাল ০৮:০৪
হতভাগা লিখেছেন : আমরা সাধারনত হাইকোর্ট থেকে এরকম কিছু আদেশ শুনি যে


অমুককে কেন শাস্তি দেওয়া হবে না - কারণ দর্শানোর জন্য ।

আইনের ব্যাখ্যা ও প্রয়োগের হুকুম দাতা হল আদালত । তারা পারে অভিযুক্তকে শাস্তির আওতায় আনতে ।

''কুৎসিত এই ব্লগারকে কেন আই পি সহ ব্যান করা হবেনা?''

আপনার এই শিরোনামটা ঠিক আদালতের মতই একই টোনে ।

আপনি যদি মডু না হতেন বা আমাদের সাধারন ব্লগারদের মধ্যে যদি কেউ এদেরকে ব্যান করার জন্য বলতো , তাহলে সরাসরিই বলতো যে এদেরকে ব্যান করা হোক

কেন ব্যান করা হবে না এটা আদালতের ভাষা , সাধারন মানুষের (ব্লগারের)ভাষা নয় ।

এটা একটা প্রমান আপনি যে মডারেটর তার ..... (১)

আরেকটা প্রমান নিয়ে তো এতদিন আমিই শুধু হাউকাউ করছি , উপরে দেখি ইমরান ভাইও ব্যাপারটা বুঝে ফেলেছে ।

আপনি ছাড়া আর কাউকেও তো দেখি নাই যে ৬ মিনিট বা ১৫ মিনিটের মধ্যে ২ বা ততোধিক পোস্ট দিতে ?

আপনার সার্টিফায়েড ভেরিফায়ার ব্লগার দ্য স্লেভ , আবু জারির এমনকি পুষ্পিতা ম্যামকেও তো এত দ্রুত পোস্ট দিতে দেখা যায় না ।

আমি ২ ঘন্টার ৪ মিনিট আগেও পোস্ট দিয়ে ধরা খেয়েছি । অন্য কাউকেও তো দেখি নাই এরকম খুব স্বল্প সময়ে পোস্ট দিতে । নাকি তারা ২ ঘন্টার মধ্যে আরেকটা পোস্ট দিতে এটেম্প্টই নেয় নি কখনও ?

আপনি প্রায়ই নিয়েছেন এবং বেশ কয়েকবার পেরেছেনও । তাহলে আমার (প্রায় সবারই) আর আপনার মধ্যে পার্থক্য ঠিক কোনটাতে যেখানে আমি পারছিনা কারণ আমাকে দেওয়া হচ্ছে না আর আপনি ঠিকই পেরে যাচ্ছেন ?
০১ আগস্ট ২০১৪ সকাল ০৮:৩৯
194179
আওণ রাহ'বার লিখেছেন : বাঘে ধরলে ছেড়ে দিতে পারে
হতভাগা ধরলে ছাড় নাই।
১ বছর ধরে তাই দেখছি ভাই
ও হতভাগা ভাই নাইট্রেট ভাইয়ার দোষ নাই।
০১ আগস্ট ২০১৪ সকাল ০৮:৪৯
194182
পটাশিয়াম নাইট্রেট লিখেছেন : বড় অদ্ভুত মানুষ আপনি। কনফিডেন্স থাকা ভাল, কিন্তু অতিরিক্ত হয়ে গেলে তা সমস্যাই বটে!

"কেন ব্যান করা হবে না এটা আদালতের ভাষা , সাধারন মানুষের (ব্লগারের)ভাষা নয় " সত্যিই হাসালেন। আমি নিজে যে একজন আইনজীবি তা আপনার কাছ থেকে জানলাম।

আমার মতে সবাই কোন ন কোন সময় দুই ঘন্টার ভেতর একাধিক পোষ্ট দিতে গিয়ে ধাক্কা খেয়েছেন। আমি ও খেয়েছি। এক্সিডেন্টালি একটা গ্যাপ আবিস্কার করলাম। তাতেই আমার কাজ চলছে। আমি এখন চাইলে মিনিটে ১ টা করে পোষ্ট দিতে পারি। ঐ বল্লাম না এর জন্য মডু হওয়া লাগেনা!

আমি আপনাকে টেকনিক টা এ জন্যই বলতে চাই যাতে আপনি বুঝতে পারেন আপনি যা বোঝেন তা সব সময় ঠিক নয়।

০১ আগস্ট ২০১৪ সকাল ০৯:৩৯
194189
হতভাগা লিখেছেন : 'এক্সিডেন্টালি একটা গ্যাপ আবিস্কার করলাম।''

Surprised Surprised Surprised

সামুতে এরকম মিনিটে মিনিটে পোস্ট দাতা পাওয়া যায় হঠাত হঠাত ।

এই গ্যাপটাকে KNO3 Gap বলা যেতে পারে , আবিষ্কারক ব্লগার পটাশিয়াম নাইট্রেট Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
০১ আগস্ট ২০১৪ সকাল ০৯:৪৪
194191
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : আমার মনে হয় পটাশিয়াম এবং হতভাগা আপনারা দুজনই মডিউলেশন টিমের সদস্য। পটাশিয়াম সাহেবকে আমি অবজার্ভ কিরিনি, কিন্তু হতভাগাকে আমার সন্দেহ হয় তিনি মডিউলেশন টিমের সদস্য হিসেবে। আরো দুয়েকটা আইিডর ব্যাপরে আমি ধারনা করি এরাও ঐ টিমের সদস্য।
০১ আগস্ট ২০১৪ সকাল ০৯:৪৭
194192
হতভাগা লিখেছেন : @ গ্যান্জাম খান :

আপনেরে কেউ কি কলা খাওনের কথা জিগাইছে ?
০১ আগস্ট ২০১৪ সকাল ১০:৩১
194198
পটাশিয়াম নাইট্রেট লিখেছেন : ঐ KNO3 কি আপনি জানতে চাননা? না কি আপনার লাগেনা!
০২ আগস্ট ২০১৪ সকাল ১০:৫৫
194372
আওণ রাহ'বার লিখেছেন : হতভাগা ভাই একটা কদু সরি মটু Rolling on the FloorRolling on the FloorRolling on the Floor
১৯ আগস্ট ২০১৪ সকাল ০৯:৪৮
199399
আওণ রাহ'বার লিখেছেন : ভাইয়া আমিও দু ঘন্টার পূর্বে পোষ্ট দেয়ার টেকনিক শিখে গেছি :-) Rolling on the FloorRolling on the FloorRolling on the FloorRolling on the Floor
আমিও এখন দুঘন্টার মধ্যে পোষ্ট দিতে পারবো। অন্নেকগুলা পোষ্ট।
249848
০১ আগস্ট ২০১৪ সকাল ০৮:৪৭
আওণ রাহ'বার লিখেছেন : ভাইজান এস কিউ এ এর এক্সপার্ট মনে হচ্ছে।
ভাইজান কিছু কিছু বিষয় হজম করে ফেলেন বহুত ফায়দা হবে।
আমাকেও মডু বলা হয়েছে একাধিক বার কারন আমার চোখেও অনেক বিষয় ধরা পড়েছে যার জন্য। Rolling on the FloorRolling on the FloorRolling on the Floor
ভাইজান টেকনিকাল ফল্ট এ ব্লগের বেসিক ফিচারে আছে আর ব্লগ পোস্টিং এ থাকতে পারে এটাই স্বাভাবিক।
আমি রিপ্রোডাকশন পাথ খুজে ঠিকই বের করতাম তবে আমার ২ মাসে একটা পোষ্ট করা হয় তাই চেষ্টাও করিনা।
হতভাগা ভাইজানের দৃস্টি আকর্ষন ভাইজান ছেড়ে দেন প্লিজ পটাশিয়াম ভাইকে।
Good Luck Good Luck Good Luck Happy
০১ আগস্ট ২০১৪ সকাল ০৯:৪৪
194190
হতভাগা লিখেছেন : ব্লগার পটাশিয়াম নাইট্রেট এর ব্যাপারে জানতে হবে এইখানে দেখুন

http://en.wikipedia.org/wiki/Potassium_nitrate

০১ আগস্ট ২০১৪ সকাল ১০:২৭
194197
পটাশিয়াম নাইট্রেট লিখেছেন : আপনি এস কিউ এল ইনজেকশনের কথা বলছেন? আরে না! আমি ও ঠিক ওভাবে পোষ্ট দিই না। মাঝে মাঝে মুড থাকলে পটাপট ২ টা দিয়ে চলে যাই!
249859
০১ আগস্ট ২০১৪ সকাল ০৯:৫০
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : এবারের যুদ্ধটাকে কি গৃহযুদ্ধ বলবো নাকি ফ্রেন্ডলী ফায়ার বলবো কিচ্ছুই বুইঝবার পারছি না। মাথায় গ্যাঞ্জাম লেগে গেল।
০১ আগস্ট ২০১৪ সকাল ১০:২৫
194195
পটাশিয়াম নাইট্রেট লিখেছেন : আপনি মনে হয় ঠিকই ধরেছেন, ঐ হতভাগাটাই আস্ত একটা মডু। নাহলে আমি এত করে বল্লাম আমি রহস্য ফাঁস করে দিতে রাজী আছি। তিনি একবার ও সে দিকে গেলেন না!
০১ আগস্ট ২০১৪ দুপুর ১২:৩২
194210
আহমদ মুসা লিখেছেন : তিনি যদি সেদিকে না যায় তাহলে গেইট বন্ধ রাইখ্যান, না হয় অন্য কেউ ডুকে যেতে পারে খোলা থাকলে।
249867
০১ আগস্ট ২০১৪ দুপুর ১২:২৫
আহমদ মুসা লিখেছেন : তিনি যদি হেইদিকে না যান তবে তারাতারি গেইট বন্ধ কইরা দেন না হয় খোলা থাকলে অন্য কিছু ডুইক্যা যাইবার পারে!
০১ আগস্ট ২০১৪ বিকাল ০৫:৪১
194259
পটাশিয়াম নাইট্রেট লিখেছেন : এই গেইট যে মডুরা ও জানেনা! তবে আমি খুব সম্ভবত পাবলিকলি ব্যাপারটা ক্লিয়ার করে দেব কিভাবে একের পর এক পোষ্ট দেয়া যায়। তাতে ব্লগ কতৃপক্ষ আাকে ব্লক না করে টেকনিক্যাল গ্যাপটার দিকে নজর দিলেই হয়!
249868
০১ আগস্ট ২০১৪ দুপুর ১২:২৮
আফরা লিখেছেন : হতভাগা ভাইয়া, পটাশিয়াম নাইট্রেট ভাইয়া আপনারা কেউ মুডু হতে চান না ওকে অসুবিধা নাই তবো ঝগড়া বন্ধ করুন । আমিই মুডু ......।
০১ আগস্ট ২০১৪ দুপুর ০২:০২
194241
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : ছি ছি!! আপনে মডু হইতে গেলেন ক্যান! জানেন মডুরা কত খারাপ জাতি? আপনে এদের খপ্পরে পড়লেন কখন?
০১ আগস্ট ২০১৪ দুপুর ০২:১২
194242
আফরা লিখেছেন : গ্যাঞ্জাম খানের খোলা চিঠি ভাইয়া আপনি ঐ ছোট নামে আসেন এত বড় নাম ভাল লাগে না । মডুরা কত খারাপ জাতি হতে যাবে ক্যান ? তারা তো ইহুদী না ভাইয়া ?গ্যাঞ্জাম খানের খোলা চিঠি @

০১ আগস্ট ২০১৪ বিকাল ০৫:৩৭
194257
পটাশিয়াম নাইট্রেট লিখেছেন : আফরা আপু! মডু একটা গালি কারণ মডুরা ব্লগে অসভ্য-ইতর ব্লগারদের আস্কারা দেয় ব্লগ জমিয়ে রাখার জন্য। প্লিজ মডু হতে যাবেন না!
249886
০১ আগস্ট ২০১৪ দুপুর ০১:৩৪
শুকনা মরিচ লিখেছেন : মডু=মর(মোর)<ম>ডুবলিকেট<ডু>
০১ আগস্ট ২০১৪ বিকাল ০৫:৩৮
194258
পটাশিয়াম নাইট্রেট লিখেছেন : বলেছেন শুকনা মরিচের মতই!
০২ আগস্ট ২০১৪ সকাল ১১:২৫
194375
শুকনা মরিচ লিখেছেন : ধণ্যবাদ
255812
১৯ আগস্ট ২০১৪ সকাল ০৯:৪৭
আওণ রাহ'বার লিখেছেন : ভাইয়া আমিও দু ঘন্টার পূর্বে পোষ্ট দেয়ার টেকনিক শিখে গেছি :-) Rolling on the FloorRolling on the FloorRolling on the FloorRolling on the Floor
আমিও এখন দুঘন্টার মধ্যে পোষ্ট দিতে পারবো। অন্নেকগুলা পোষ্ট।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File