আমি মডু নইরে হতভাগা! (ব্যক্তিগত পোষ্ট)
লিখেছেন লিখেছেন পটাশিয়াম নাইট্রেট ০১ আগস্ট, ২০১৪, ০১:০১:৫৭ রাত
জনাব হতভাগা, আমি মডু নই,। আপনার দোহাই লাগে আমাকে মডু বলে গালি দেবেননা, প্লিজ!
আমার বিভিন্ন পোষ্টে মন্তব্য করতে গিয়ে আপনি আমাকে যেভাবে মডু বলে গালি দিয়েছেন তার প্রতিবাদ করতে গিয়েই আমার এই পোষ্ট।
আমার বিভিন্ন পোষ্টে আপনার মন্তব্য
মডু হওয়া মোটেই দোষের কিছু না । কিন্তু যখনই ''কুৎসিত এই ব্লগারকে কেন আই পি সহ ব্যান করা হবেনা?'' এই ধরনের পোস্ট দেন মডু হয়েও তখনই খারাপ লাগে , আমাদের কাছে কেন এই প্রশ্ন রাখছেন ? এদেরকে তো আপনারাই খুব সহজেই ব্যান করে দিতে পারেন । করছেন না কেন
ব্লগকে হিট করার জন্য ইসলামবিদ্বেষী কথাবার্তা চালু করিয়ে দিয়ে আপনারা কি খুব নেকী হাসিল করছেন ? একটুও কি চিন্তা করছেন না যে এসব মজা করার ঘটনা একদিন আপনাকে , আমাদের সবাইকে ঘিরে ধরবে ?
আপনি মডারেটর হন এটা কোন দোষের ব্যাপার না । কিন্তু তখনই খারাপ লাগে যখন যেটা মডারেটর হিসেবে আপনারা করতে পারেন খুব সহজেই মানে ইসলামবিদ্বেষী কমেন্টকারী ও পোস্টদাতাদের সাইজ করতে , সেখানে আমাদের মতামত চান - ''এটা করা কেন অনুচিত হবে ?
আমাকে মডু বলে আপনার দেয়া গালি আমি আর সহ্য করতে পারছিনা। আপনি কেন আমাকে মডু বলে মনে করেন তা আপনি ক্লিয়ার করেছেন! আপনার ঈর্ষা মডু না হয়েও আমি কিভাবে অল্প সময়ে একাধিক পোষ্ট দেই, এইতো? সেটা যদি আমি এখানে প্রকাশ করি তবে চিন্তা করেনতো কি অবস্হা হবে? ব্লগে ফ্লাডিং হয়ে যাবেনা।
অল্প সময়ে অধিক (কোয়ালিটি)-পোষ্ট যদি আপনি আসলেই দিতে চান তবে সরাসরি বল্লেই আমি আপনাকে ই-মেইল করে দেব। লজ্জা না পেয়ে জানাবেন কিন্তু।
তবে এখন আমার ভয় আসল মডুরা যেন আমাকে আবার ব্যান করে না বসে ! যদি ও সেটা আমার দোষ না, ব্লগের টেকনিক্যাল সমস্যা। আই টি তে কাজ করি, তাই এসব ফাঁক-ফোঁকর চোখ এড়ায় না। বলতে পারেন ফাঁক-ফোঁকর বের করাই আমার পেশা!
বিষয়: বিবিধ
১৬২০ বার পঠিত, ২৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
অমুককে কেন শাস্তি দেওয়া হবে না - কারণ দর্শানোর জন্য ।
আইনের ব্যাখ্যা ও প্রয়োগের হুকুম দাতা হল আদালত । তারা পারে অভিযুক্তকে শাস্তির আওতায় আনতে ।
''কুৎসিত এই ব্লগারকে কেন আই পি সহ ব্যান করা হবেনা?''
আপনার এই শিরোনামটা ঠিক আদালতের মতই একই টোনে ।
আপনি যদি মডু না হতেন বা আমাদের সাধারন ব্লগারদের মধ্যে যদি কেউ এদেরকে ব্যান করার জন্য বলতো , তাহলে সরাসরিই বলতো যে এদেরকে ব্যান করা হোক
কেন ব্যান করা হবে না এটা আদালতের ভাষা , সাধারন মানুষের (ব্লগারের)ভাষা নয় ।
এটা একটা প্রমান আপনি যে মডারেটর তার ..... (১)
আরেকটা প্রমান নিয়ে তো এতদিন আমিই শুধু হাউকাউ করছি , উপরে দেখি ইমরান ভাইও ব্যাপারটা বুঝে ফেলেছে ।
আপনি ছাড়া আর কাউকেও তো দেখি নাই যে ৬ মিনিট বা ১৫ মিনিটের মধ্যে ২ বা ততোধিক পোস্ট দিতে ?
আপনার সার্টিফায়েড ভেরিফায়ার ব্লগার দ্য স্লেভ , আবু জারির এমনকি পুষ্পিতা ম্যামকেও তো এত দ্রুত পোস্ট দিতে দেখা যায় না ।
আমি ২ ঘন্টার ৪ মিনিট আগেও পোস্ট দিয়ে ধরা খেয়েছি । অন্য কাউকেও তো দেখি নাই এরকম খুব স্বল্প সময়ে পোস্ট দিতে । নাকি তারা ২ ঘন্টার মধ্যে আরেকটা পোস্ট দিতে এটেম্প্টই নেয় নি কখনও ?
আপনি প্রায়ই নিয়েছেন এবং বেশ কয়েকবার পেরেছেনও । তাহলে আমার (প্রায় সবারই) আর আপনার মধ্যে পার্থক্য ঠিক কোনটাতে যেখানে আমি পারছিনা কারণ আমাকে দেওয়া হচ্ছে না আর আপনি ঠিকই পেরে যাচ্ছেন ?
হতভাগা ধরলে ছাড় নাই।
১ বছর ধরে তাই দেখছি ভাই
ও হতভাগা ভাই নাইট্রেট ভাইয়ার দোষ নাই।
"কেন ব্যান করা হবে না এটা আদালতের ভাষা , সাধারন মানুষের (ব্লগারের)ভাষা নয় " সত্যিই হাসালেন। আমি নিজে যে একজন আইনজীবি তা আপনার কাছ থেকে জানলাম।
আমার মতে সবাই কোন ন কোন সময় দুই ঘন্টার ভেতর একাধিক পোষ্ট দিতে গিয়ে ধাক্কা খেয়েছেন। আমি ও খেয়েছি। এক্সিডেন্টালি একটা গ্যাপ আবিস্কার করলাম। তাতেই আমার কাজ চলছে। আমি এখন চাইলে মিনিটে ১ টা করে পোষ্ট দিতে পারি। ঐ বল্লাম না এর জন্য মডু হওয়া লাগেনা!
আমি আপনাকে টেকনিক টা এ জন্যই বলতে চাই যাতে আপনি বুঝতে পারেন আপনি যা বোঝেন তা সব সময় ঠিক নয়।
সামুতে এরকম মিনিটে মিনিটে পোস্ট দাতা পাওয়া যায় হঠাত হঠাত ।
এই গ্যাপটাকে KNO3 Gap বলা যেতে পারে , আবিষ্কারক ব্লগার পটাশিয়াম নাইট্রেট
আপনেরে কেউ কি কলা খাওনের কথা জিগাইছে ?
আমিও এখন দুঘন্টার মধ্যে পোষ্ট দিতে পারবো। অন্নেকগুলা পোষ্ট।
ভাইজান কিছু কিছু বিষয় হজম করে ফেলেন বহুত ফায়দা হবে।
আমাকেও মডু বলা হয়েছে একাধিক বার কারন আমার চোখেও অনেক বিষয় ধরা পড়েছে যার জন্য।
ভাইজান টেকনিকাল ফল্ট এ ব্লগের বেসিক ফিচারে আছে আর ব্লগ পোস্টিং এ থাকতে পারে এটাই স্বাভাবিক।
আমি রিপ্রোডাকশন পাথ খুজে ঠিকই বের করতাম তবে আমার ২ মাসে একটা পোষ্ট করা হয় তাই চেষ্টাও করিনা।
হতভাগা ভাইজানের দৃস্টি আকর্ষন ভাইজান ছেড়ে দেন প্লিজ পটাশিয়াম ভাইকে।
http://en.wikipedia.org/wiki/Potassium_nitrate
আমিও এখন দুঘন্টার মধ্যে পোষ্ট দিতে পারবো। অন্নেকগুলা পোষ্ট।
মন্তব্য করতে লগইন করুন