গাজা থেকে বাংলাদেশ এবং আমাদের ভন্ডামী
লিখেছেন লিখেছেন পটাশিয়াম নাইট্রেট ৩১ জুলাই, ২০১৪, ০৯:৪৪:২০ সকাল
গাজায় ঈসরাঈলের গণহত্যার বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাচ্ছি সেটা অবশ্যই প্রশংসার দাবীদার। কিন্তু এই প্রতিবাদ কি আমাদের ঈমানী চেতনা থেকে স্বত:স্ফূর্তভাবে উঠে আসা? নাকি সবাই করছে আমি ও করছি টাইপের। এইচ পি ল্যাপটপ থেকে ঈসরাঈলী পণ্য বর্জনের ডাক দিয়ে ফেইস বুকে পোষ্ট দেবার মতই ভন্ডামি এবং হাস্যকর। তাছাড়া ঈসারাঈল বিরোধী কথা বলার জন্য ঈসরাইল তো আপনাকে ধরে নিতে তো সেনা পাঠাবেনা! তাই হাসিনার বিরুদ্ধে কথা বলার চাইতে নেতানিয়াহুর বিরুদ্ধে কথা বলা অনেক সেইফ।
যারা সাম্প্রতিক ঈসরাঈলের মুন্ড চটকিয়েছেন আপনাদের আমি বাংলাদেশের প্রেক্ষাপটে চুপ থাকতে দেখেছি। দয়া করে হেকমতের কথা বলবেন না। হেকমতে আমি প্রাইয় একমত হতে পারিনা। অনেককেই আমি বলতে শুনেছি "ইচ্ছা করছে গাজায় গিয়ে ঈসরাঈলের বিরুদ্ধে যুদ্ধ করতে। " আমার কাছে কৌতুকই মনে হয় এসব। কথা বলাতো দূরের কথা, বাংলাদেশে আমরা আওয়ামিলীগের বিরুদ্ধে যাবে মনে করে শব্দ করে ঢোক গিলতে ও চিন্তা করি।
ইসরাঈল ৩ কিশোর খুন হবার পর এক ফিলিস্তিনী কিশোরকে ধরে নিয়ে হত্যা করে পুড়িয়ে ফেলেছে ইসরাঈলী পুলিশ। যার ফলাফল আজকের গাজার যুদ্ধ। কিন্তু বাংলাদেশের পুলিশ যখন যুবকদের ধরে প্রকাশ্যে গুলি করে মেরে ফেললো, ১৫ বছরের কিশোরকে পিটিয়ে হত্যা করে চোখ উপড়ে ফেললো, মসজিদে নামাজরত মুসল্লীদের ধরে নিয়ে হত্যা করলো, জাতীয় মসজীদে গুলি চালালো, আওয়ামি গুন্ডারা কোরআন পোড়ালো, শাপলা চত্বরে গণহত্যা চালালো, সাঈদীর রায়কে কেন্দ্র করে বগুড়ায় নারী-শিশু সহ ৭০ জনকে গুলি করে হত্যা করলো, র্যাব গ্রেফতার করে গুলি করে লাশ নর্দমায় ফেলে রাখলো আপনার ঈমান আর মানবিকতা কোথায় ছিল? আপনি কেন চুপ ছিলেন।বাংলাদেশের মানুষের রক্ত কি কম লাল?
আশা করি এসবকে রজনৈতিক ঘটনা বলে আপনার অবস্হানকে জাষ্টিফাই করার চেষ্টা করবেন না। গাজার যুদ্ধ ও একটা রাজনৈতিক যুদ্ধ! ভন্ডামী ছাড়ুন! সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ান!
বিষয়: বিবিধ
১৩৩৩ বার পঠিত, ১৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
We pray for some, Allah will put courage in their hearts and make them true believers.
কিন্তু আপনার যেই পোস্ট নিয়ে এই ক্যাচাল বাঁধিয়েছি সেই পোস্ট টা কিন্তু আপনার '' আমি মডারেটর নই '' এই কথাটার সমর্থন করে না মোটেও বরং আপনিই যে ওয়ান অফ দ্যা মডারেটর তাই প্রমান করে দেয় ।
অনেক সময় ফ্যাক্টস্ এন্ড ফাইনডিংস এমন হয় যে নিদোর্ষ লোকও নিজেকে দোষী হওয়া থেকে ঠেকাতে পারে না ।
আপনি মডারেটর হন এটা কোন দোষের ব্যাপার না । কিন্তু তখনই খারাপ লাগে যখন যেটা মডারেটর হিসেবে আপনারা করতে পারেন খুব সহজেই মানে ইসলামবিদ্বেষী কমেন্টকারী ও পোস্টদাতাদের সাইজ করতে , সেখানে আমাদের মতামত চান - ''এটা করা কেন অনুচিত হবে ?''
ম্যাক্সিমাম ব্লগারই তো ওদেরকে ব্যান করার পক্ষেই বলে ব্লগের পরিবেশটাকে দুষণ মুক্ত রাখতে বিভিন্ন পোস্টে প্রসঙ্গ এলেই ।
আপনারা কি ব্লগারদের মনোভাব বুঝতে পারেন না ?
http://www.onbangladesh.org/blog/blogdetail/detail/2535/jinnah/50422
আমার কাছেও প্রায়ই এগুলোকে নাটুকে, অতি-আবেগীয় অথবা অন্য কোন উদ্দেশ্যে প্রচারিত বলে মনে হয়।
মন্তব্য করতে লগইন করুন