"শেখ হাসিনার আগমন, জুতা খুলে হাতে লন"

লিখেছেন লিখেছেন পটাশিয়াম নাইট্রেট ২৩ জুলাই, ২০১৪, ০৮:০৬:০০ সকাল



শেখ হাসিনার উপর জুতা নিক্ষেপ করে মান-সম্মান কমানো যাবেনা। জুতাতো গাড়ির উপর পড়েছে, গালের উপর পড়লে ও মান সম্মান কিছু কমতো? প্রশ্নই আসেনা। অবশ্য নিন্দুকেরা বলছেন অন্য কথা , "যার যেটা নাই সেটা হারাবার ভয় ও নাই!" যাক সে বিতর্কে গেলাম না।

আরেক মৌলবাদি গ্রুপ এখানে ও ফতোয়া টেনে এনেছে। রোজার থাকা অবস্হায় জুতা খাওয়াতে শেখ-হাসিনার রোজা ভেন্গে গেছে কিনা। খাদ্য হোক বা অখাদ্য হোক দিনের বেলা খেলে রোজা থাকবেনা ,এটা তাদের যুক্তি। তবে আরেক গ্রুপ বলছে অন্য কথা! রোজা থাকলে তো ভান্গার কথা!

ওদিকে লন্ডনের দেখা-দেখি প্রবাসের অন্যান্য বাংলাদেশীরা ও প্রবল আগ্রহে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে মরিয়া হয়ে উঠেছে। যুক্তরাষ্ট্রের বাংলাদেশীরা , বিশেষ করে নিউইয়র্কের বাংলাদেশীরা আর অপেক্ষা করতে পারছেনা। শ্লোগান উঠেছে "

"শেখ হাসিনার আগমন, জুতা খুলে হাতে লন"

বিষয়: বিবিধ

২৯৪২ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

247437
২৩ জুলাই ২০১৪ সকাল ০৮:২৮
ওরিয়ন ১ লিখেছেন :

২৩ জুলাই ২০১৪ সকাল ০৮:৩২
192120
পটাশিয়াম নাইট্রেট লিখেছেন : জুতা জোড়া যত্ন করে রাইখেন। ভাল দাম পাবেনা। ওরে মারা জন্য যে কেউ ভাল দামে কিনতে পারে।
247452
২৩ জুলাই ২০১৪ দুপুর ০১:৩৮
আমি মুসাফির লিখেছেন : আওয়ামীদেরকে কিয়ামত পর্যন্ত জুতা পেটা করলেও তাদের মান সম্মান যাবে না কারণ তাদের মান সম্মানের স্তর অত্যধিক শক্তিশালী ও পুরু।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File