"শেখ হাসিনার আগমন, জুতা খুলে হাতে লন"
লিখেছেন লিখেছেন পটাশিয়াম নাইট্রেট ২৩ জুলাই, ২০১৪, ০৮:০৬:০০ সকাল
শেখ হাসিনার উপর জুতা নিক্ষেপ করে মান-সম্মান কমানো যাবেনা। জুতাতো গাড়ির উপর পড়েছে, গালের উপর পড়লে ও মান সম্মান কিছু কমতো? প্রশ্নই আসেনা। অবশ্য নিন্দুকেরা বলছেন অন্য কথা , "যার যেটা নাই সেটা হারাবার ভয় ও নাই!" যাক সে বিতর্কে গেলাম না।
আরেক মৌলবাদি গ্রুপ এখানে ও ফতোয়া টেনে এনেছে। রোজার থাকা অবস্হায় জুতা খাওয়াতে শেখ-হাসিনার রোজা ভেন্গে গেছে কিনা। খাদ্য হোক বা অখাদ্য হোক দিনের বেলা খেলে রোজা থাকবেনা ,এটা তাদের যুক্তি। তবে আরেক গ্রুপ বলছে অন্য কথা! রোজা থাকলে তো ভান্গার কথা!
ওদিকে লন্ডনের দেখা-দেখি প্রবাসের অন্যান্য বাংলাদেশীরা ও প্রবল আগ্রহে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে মরিয়া হয়ে উঠেছে। যুক্তরাষ্ট্রের বাংলাদেশীরা , বিশেষ করে নিউইয়র্কের বাংলাদেশীরা আর অপেক্ষা করতে পারছেনা। শ্লোগান উঠেছে "
"শেখ হাসিনার আগমন, জুতা খুলে হাতে লন"
বিষয়: বিবিধ
২৯৩০ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন