বিদেশের ব্লগাররা কি ব্লগে প্রতিযোগিতায় অংশ নিতে পারবে?
লিখেছেন লিখেছেন পটাশিয়াম নাইট্রেট ১৮ জুলাই, ২০১৪, ০৯:৪২:৪২ রাত
গাধার মত একটা প্রশ্ন, তাই না?
যতদূর জানি এই ব্লগের বেশির ভাগ ব্লগারই দেশের বাহিরে থাকেন। ব্লগের প্রতিযোগীতাগুলু ব্লগটিকে বেশ জমিয়ে তুলে সন্দেহ নাই। প্রতিযোগীতার পুরস্কার টাকার অংকে মাপা যায়না।
প্রতিযোগীতায় জেতার পর বিদেশের ব্লগাররা যখন জানতে পারবেন বিদেশে পুরস্কার পাঠানো সম্ভন না তখন মেজাজটা একটু খারাপ তো হবেই, না কি?
দারুণ আইডিয়া! চালিয়ে যান।
বিষয়: বিবিধ
৯১৪ বার পঠিত, ৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
পুরস্কারের টাকাটা গরীবদের দিতে বলাতে ঊনি জানালেন সেটা সম্ভব না। শুধুই বই দেয়া হবে। আমি আর সাহস করে কিভাবে বলি বইগুলু আমেরিকায় পাঠান!
১ পাতার ১ টা সনদ পাঠাতেই এত আপত্তি! তার উপর বই?
এক কথায় রত দেখা এবং কলা বেচা হয়ে গেল একসাথে --
A PHP Error was encountered
Severity: Notice
Message: Undefined offset: 9368
Filename: views/blogdetailpage.php
Line Number: 764
A PHP Error was encountered
Severity: Notice
Message: Undefined offset: 9368
Filename: views/blogdetailpage.php
Line Number: 917
"> আমি মেঘ হবো লিখেছেন : আমারও তো সন্দেহ হচ্ছে আপনিই মডু কিনা। : : নাহলে নিজেই পোষ্ট দিলেন আবার নিজেই সরিয়ে দিলেন।মন্তব্য করতে লগইন করুন