কুৎসিত এই ব্লগারকে কেন আই পি সহ ব্যান করা হবেনা?
লিখেছেন লিখেছেন পটাশিয়াম নাইট্রেট ১৮ জুলাই, ২০১৪, ০৯:৩৬:৫৪ রাত
ব্লগের সুন্দর পরিবেশ নষ্টকারী কিছু ব্লগারকে সব সময় কেন যেন আস্কারা দিয়ে পোষা হয়। "হুরপরি", "রুপবান" সাম্প্রতিক "গ্রামের পথে পথে" সব একই শয়তানের নিক বলে মনে করি। অসভ্য এবং অশ্রাব্য ভাষায় ইসলাম, আল্লাহ্, কোরআন, রাসূল (স) কে গালাগালি করাই তার পোষ্ট এবং কমেন্টের মূল উদ্দেশ্য।
প্রশ্ন হলো ব্লগ কতৃপক্ষ আন্তরিক হলে ঐ ব্লগারের আই পি ব্যান করতে পারেনা? এটা ১ মিনিটের একটা কাজ।
এতে বার বার শয়তানটা ভিন্ন নামে আসতে পারবেনা।
আস্কারা দিলে পাপের ভার ব্লগ কতৃপক্ষকে বহন করতে হবে।
বিষয়: বিবিধ
১২০২ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
A PHP Error was encountered
Severity: Notice
Message: Undefined offset: 9368
Filename: views/blogdetailpage.php
Line Number: 764
সেজন্য এই পোস্টটিও দিছেন মজা নিতে । অনেক নাস্তিকবিরোধী ব্লগার আসবে আপনার পোস্টে এসব ব্লগারদের নিয়ে কঠিন কঠিন সব কথা বলতে । ফলে আপনার পোস্টে কমেন্টের ধুম পড়ে যাবে ।
আপনিও তো এটাই চান । মনে মনে খুশি হবেন যে এই ব্লগের ব্লগার গুলো কত বোকা !
ও হ্যাঁ ! ৬ মিনিটে ২ টা পোষ্ট দেয়া যাবেনা এমন তো কোন কথা নাই! টেকনিক্যালি একটু সমস্যা আছে বৈকি! সেটা পার হতে মডু হওয়া লাগেনা।
আর আপনি বলছেন ৬ মিনিটে ২ টা পোস্ট দেওয়া যাবে না এমন কথা নেই - তাহলে আমি প্রায় ২ ঘন্টা হয়ে গেছে তবুও কেন ২য় পোস্ট টা দিতে পারলাম না ?
ব্লগের তো আরও ডাকসাইটে ব্লগার আছে তাদের তো এরকম মুহূর্তে মুহূর্তে পোস্ট দিতে দেখি না ! এক আপনাকে দেখেছি আরেক দেখেছি খুব সম্ভব ব্লগার বাকপ্রবাসকে । আপনি কিভাবে পারলেন ব্যাপারটা যেটা ম্যাক্সিমাম ব্লগারই পারে না ?
''আরেকটা কথা "বিদেশের ব্লগাররা কি প্রতিযোগিতায় অংশ নিতে পারবে?" লেখাটা মডুর পছণ্দ হয় নাই তাই প্রথম পাতা থেকে সরিয়ে দিয়েছে।ডাইরেক্ট সম্পাদকের বিরুদ্ধে গেল কিনা? পুরাই হাসিনা ষ্টাইল! ''
০ এ কথা বলে তো আপনি আমার কনফার্ম বিষয়টা ওভার কনফার্ম করে দিলেন । এটা '' ঠাকুর ঘরে কে রে ? আমি কলা খাই না '' -স্টাইল ।
এখন দেখানো যাবে না যে ৬ মিনিট পর পর আপনার দুইটা পোস্ট ছিল । কারণ মডুরা(!) সেটা সরিয়ে নিয়েছে এবং কাকতালীয় ভাবে আমার কমেন্ট করার পরপরই ! আমি ঘুমাতে যাবার আগে বার বার এটাই মনে করেছি যে , স্ক্রিন শট কেন যে দিলাম না , তাহলে একটা কনক্রিট প্রমান রাখা যেত !
''কিন্তু আমি যদি একজন মডু হতাম প্রধান মডুকে ঝেটিয়ে বিদায় করতাম ''
0 মডু হয়ে প্রধান মডুকে বিদায় করার হুমকি টা মন্ত্রী হয়ে প্রধানমন্ত্রীকে বিদায় করে দেবার মত মনে হল ।
বেশী চালাক হওয়াটা কোন কোন সময় বোকামীর কারণ হয়ে যায় ।
মন্তব্য করতে লগইন করুন