শয়তানের চাবি

লিখেছেন লিখেছেন পটাশিয়াম নাইট্রেট ২৬ জুন, ২০১৪, ০৮:৩৩:৪০ রাত

রমজানে শয়তান শীকল-বদ্ধ থাকে? তারপর ও আমাদের শয়তানি থামেনা কেন? এই প্রশ্নটা আমার অনেক দিনের। সম্প্রতি একটা গল্পের মধ্যে উত্তরটা খুঁজে পেলাম।

" একদিন এক দরবেশ দেখলেন শয়তান আকাশ দিয়ে উড়ে যাচ্ছে, কাঁধে বিশাল চাবির রিং। কিছু চাবি নতুন এবং কিছু বেশ জং ধরা।

দরবেশ শয়তানকে প্রশ্ন করলেন, তুমি এত চাবি নিয়ে কোথা্য যাচ্ছ এবং কেনইবা কিছু চাবি চকচকে নতুন আর কিছু জং ধরা?

শয়তান উত্তর দিল , আমি প্রতিনিয়ত মানুষকে চাবি মেরে আমার পথে রাখি। কিছু মানুষ আছে যাদেরকে প্রতিদিনই চাবি মারতে হয়, যেমন আপনার মত ব্যাক্তিরা। প্রতিদিন মারতে হয় বলে ওদের চাবিগুলা চকচকে রয়ে যায়।

আর অনেকে আছে যাদের আমি কখন চাবি মেরেছি আমার ও মনে নেই। এক চাবিতে বছরের পর চলে। ঐ চাবিগুলা জং ধরে গেছে।"

আমার প্রশ্নের উত্তর : রমজানে শয়তান শৃঙ্খলিত থাকলে কি হবে? রমজানের আগে তিনি যে চাবি মেরে দিয়েছেন তাতেই আমাদের রমজান মাস বেশ কেটে যায়।

বিষয়: বিবিধ

১৪৫৫ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

239236
২৬ জুন ২০১৪ রাত ১১:১৬
মোহাম্মদ রিগান লিখেছেন : আপনার কথা শুনে ভাল লাগলো
239306
২৭ জুন ২০১৪ সকাল ০৮:৪৯
বাজলবী লিখেছেন : শয়তানের প্ররোচনা থেকে অাল্লাহ অামাদের কে রক্ষা করুক। ভালো লাগলো ধন্যবাদ।
239408
২৭ জুন ২০১৪ সন্ধ্যা ০৭:০২
আফরা লিখেছেন : শয়তানের কু-মন্ত্রণা থেকে আল্লাহ আমাদের হেফাজত করুন ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File