এ চক্র যেন কিছুতেই ছেদ করতে পারছিনা !

লিখেছেন লিখেছেন পটাশিয়াম নাইট্রেট ১৪ জুন, ২০১৪, ০২:০১:৩৯ রাত

আফগানিস্তানে আমেরিকার শত্রু যারা সিরিয়াতে তারা আমেরিকার পরম বন্ধু। একই সময়ে সেই বন্ধুরা যখন ইরাক দখলে নিতে যাচ্ছে আমেরিকা তাদের উপর এয়ার ষ্ট্রাইক করতে যাচ্ছে!

ইরান আমেরিকার জাত শত্রু এবং সিরিয়াতে ইরান ব্যাকড মিলিশিয়া (হিযবুল্লাহ্‌) লড়ছে আমেরিকার বন্ধুদের বিরুদ্ধে। সেটা হিসেব মতে ঠিক আছে।

তবে সিরিয়াতে যারা আমেরিকার বন্ধু এবং ইরানের শত্রু, ইরাকে এসে তারা আমেরিকা এবং ইরানের উভয়ের শত্রু। কমন গ্রাউন্ড হওয়াতে ইরান-আমেরিকা নাকি ঐক্যবদ্ধভাবে ইরাকে ঐ শত্রুর বিরুদ্ধে লড়বে।

কেমন যেন জটিল অংক ! তবে সিরিয়ার যুদ্ধ-ক্ষেত্র ইরাক পর্যন্ত বেশ ভালভাবেই ছড়িয়ে পড়লো! বিশ্বাস করুন খুব দ্রুততার সাথে একটা বড় ঘটনার প্লট তৈরি হচ্ছে।ক্রমেই শক্তিশালী হয়ে ওঠা ঐ গ্রুপটিকে কেন যেন মনে হচ্ছে কালো পতকাবাহী সেনাবাহিনীর অগ্রভাগ!

বিষয়: বিবিধ

১০২০ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

234628
১৪ জুন ২০১৪ রাত ০২:১১
আবু জারীর লিখেছেন : জটিল অংকই বটে।
ধন্যবাদ।
১৪ জুন ২০১৪ সকাল ০৭:০১
181307
পটাশিয়াম নাইট্রেট লিখেছেন : জারীর ভাই, আপনার কাছে কি মনে হয়?
234670
১৪ জুন ২০১৪ সকাল ১১:৪৭
কুয়াশা লিখেছেন : ভাই কালো পতাকা বাহি গ্রুপতো আফগানিস্থাত থেকে উদভব হবে।
234683
১৪ জুন ২০১৪ দুপুর ১২:১১
হতভাগা লিখেছেন : আমেরিকা যার বন্ধু তার শত্রুর দরকার হয় না

- আপাতত এই থিওরীটা ফলো করুন।
234685
১৪ জুন ২০১৪ দুপুর ১২:১৭
দ্য স্লেভ লিখেছেন : বিশ্লেষনে অল্প একটু ভুল অঅছে। সিরিয়াতে ৩ টি বাহিনী লড়ছিল। একটি আসাদের, একটি আমেরিকার মদদে,আ একটি জাবাহাত আল নুসরা নামক ২৮ ইসলামী দলের কোয়ালিশন,যারা কালো পতাকাধারী। ...ওখানে তারা শেষ পর্যন্ত সুবিধা করতে না পারায় ইরাকের পরিস্তিতি সৃষ্টি হয়েছে। আর ইরাক,ইরান,আমেরিকা এক বাক্যে জানে ,মানে আর যাই হোক ইসলামকে মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবেনা।

আপনার মত আমারও চিন্তায় আসছে, কালো পতাকার বিজয় আসন্ন কিনা। হাদীস বলছে--শেষের দিকে কালো পতাকাধারীদেরকে কেউ ঠেকাতে পারবে না। এমনকি সারা পৃথিবী হয়ত এক হয়ে যাবে কিন্তু তখনও কিছু লোক লড়বে। একটি হাদীসে আছে, তাদেরকে রুখতে আসা একটি বাহিনী মাটিসহ ধসে নিশ্চিহ্ন হবে....

আল্লাহই ভাল জানেন
১৫ জুন ২০১৪ সন্ধ্যা ০৭:৩১
181770
পটাশিয়াম নাইট্রেট লিখেছেন : ধন্যবাদ। আপনাকে মন্তব্যে আশা করছিলাম।
243116
০৯ জুলাই ২০১৪ দুপুর ১২:০২
জাগো মানুস জাগো লিখেছেন : na vai...ata shei kalo potana noi mone hoi.......ora( shotrora) amader sympathy niye nijera nijera lagiye deyese.

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File