এ চক্র যেন কিছুতেই ছেদ করতে পারছিনা !
লিখেছেন লিখেছেন পটাশিয়াম নাইট্রেট ১৪ জুন, ২০১৪, ০২:০১:৩৯ রাত
আফগানিস্তানে আমেরিকার শত্রু যারা সিরিয়াতে তারা আমেরিকার পরম বন্ধু। একই সময়ে সেই বন্ধুরা যখন ইরাক দখলে নিতে যাচ্ছে আমেরিকা তাদের উপর এয়ার ষ্ট্রাইক করতে যাচ্ছে!
ইরান আমেরিকার জাত শত্রু এবং সিরিয়াতে ইরান ব্যাকড মিলিশিয়া (হিযবুল্লাহ্) লড়ছে আমেরিকার বন্ধুদের বিরুদ্ধে। সেটা হিসেব মতে ঠিক আছে।
তবে সিরিয়াতে যারা আমেরিকার বন্ধু এবং ইরানের শত্রু, ইরাকে এসে তারা আমেরিকা এবং ইরানের উভয়ের শত্রু। কমন গ্রাউন্ড হওয়াতে ইরান-আমেরিকা নাকি ঐক্যবদ্ধভাবে ইরাকে ঐ শত্রুর বিরুদ্ধে লড়বে।
কেমন যেন জটিল অংক ! তবে সিরিয়ার যুদ্ধ-ক্ষেত্র ইরাক পর্যন্ত বেশ ভালভাবেই ছড়িয়ে পড়লো! বিশ্বাস করুন খুব দ্রুততার সাথে একটা বড় ঘটনার প্লট তৈরি হচ্ছে।ক্রমেই শক্তিশালী হয়ে ওঠা ঐ গ্রুপটিকে কেন যেন মনে হচ্ছে কালো পতকাবাহী সেনাবাহিনীর অগ্রভাগ!
বিষয়: বিবিধ
১০৩৫ বার পঠিত, ৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ধন্যবাদ।
- আপাতত এই থিওরীটা ফলো করুন।
আপনার মত আমারও চিন্তায় আসছে, কালো পতাকার বিজয় আসন্ন কিনা। হাদীস বলছে--শেষের দিকে কালো পতাকাধারীদেরকে কেউ ঠেকাতে পারবে না। এমনকি সারা পৃথিবী হয়ত এক হয়ে যাবে কিন্তু তখনও কিছু লোক লড়বে। একটি হাদীসে আছে, তাদেরকে রুখতে আসা একটি বাহিনী মাটিসহ ধসে নিশ্চিহ্ন হবে....
আল্লাহই ভাল জানেন
মন্তব্য করতে লগইন করুন