নোরেন্দ্র মোদি কি এমন অন্যায় বলেছেন?

লিখেছেন লিখেছেন পটাশিয়াম নাইট্রেট ২৯ এপ্রিল, ২০১৪, ০৭:০৮:১১ সকাল

ভারতের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী নোরেন্দ্র-মোদি বলেছেন , সকল বাংলাদেশীকে ভারত থেকে বাংলাদেশে ফেরত পাঠানো হবে। মোদি কি অন্যায় কিছু বলেছেন? মোদির কথা শুনে আমরা যেভাবে প্রতিক্রিয়া জানাচ্ছি তাতে কি আমরা স্বীকার করে নিচ্ছিনা যে, লক্ষ-লক্ষ-বাংলাদেশী ভারতে বসবাস করছে! এখন ভারতীয় মুসলমানদের ধরে বাংলাদেশী বলে বাংলাদেশে ফেরত পাঠাতে আর সমস্যা কি?

একটা মজার ব্যাপার খেয়াল করলাম।আওয়ামিলীগের লোকজনকে ও মোদীর কথায় জ্বলতে দেখলাম! হুম! এত বড় কথা! বাংলাদেশীদের ফেরত পাঠাবে!!!

আপনাদের তো অজানা থাকার কথা নয়, শুধু ঢাকায় দশ লক্ষ ভারতীয় অবৈধভাবে বসবাস এবং ব্যাবসা-বানিজ্য করছে। এদের অনেকেই স্পেশাল মিশন নিয়ে বাংলাদেশে অবস্হান করছে। তাই মোদির কথার প্রতিবাদ করে ভন্ডামি না করে বাংলাদেশ থেকে অবৈধ ভারতীয়দের ফেরত পাঠানোর আওয়াজ তুলুন! দাদাববুদের বিরুদ্ধে কথা বলতে গলা কাঁপবেনাতো?

বিষয়: বিবিধ

১০৯২ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

214680
২৯ এপ্রিল ২০১৪ সকাল ০৮:৩৮
হতভাগা লিখেছেন : আমরা একটা জিনিস কখনও মনে আনি না যে :

একটু চিন্তা করলেই বোঝা যায় যে, আসলে বাংলাদেশ ভারতের উপর নির্ভরশীল না বাস্তবে , ভারতই বাংলাদেশের উপর নির্ভরশীল ।

ভারতের অখাদ্য কুখাদ্যের বিশাল বাজার আমাদের এই বাংলাদেশ । যে জিনিস আমরা ভারত থেকে আনি তার চেয়ে হাজার গুনে ভাল জিনিস আমরা নিজেরা আমাদের দেশে তৈরি করে নিজেরাও ব্যবহার করতে পারি এবং বাইরেও পাঠাতে পারি ।

যে সব ভারতীয়দের আমরা আনি উচ্চপদে বাংলাদেশে এদের চেয়েও মেধাবী আছে । কিন্তু ভারতমুখীতার জন্য আমরা পারিনা সাহস দেখাতে ।

সমস্যা হল , আমরা বাংলাদেশীরা খুবই অলস প্রকৃতির এবং পরের উপর নির্ভর করতেই পছন্দ করি ।

এই অলসতা ও পরনির্ভরশীলতা আমাদের মনোবলকে হারিয়ে দেয় ।

ফলে অন্যের ফাঁকা থ্রেটে আমরা ভড়কে যাই ।

এই আমরাই তো ৭১ এ ততকালীন বিশ্বের অন্যতম সুগঠিত সেনাবাহিনীকে একেবারে শূন্য থেকে হারিয়ে দিয়েছি । শেষ দিকে এসে ভারত গোল লাইনে পা ছুঁয়ে আমাদের গোলটা নিজের নামে লিখে নেয় যেটা গুন্ডে ছবিতে দেখা যায় ।

এটার কোন যুতসই ও কার্যকর প্রতিবাদও আমরা করতে পারি নাই । পারি নাই স্বামীর আস্ফালনকেও । কারণ আমরা তাদেরকে যে ভয় পাই/ তাদের উপরই নির্ভর করি সেটা তারা ভালই বুঝে এবং মাঝে মাঝে সে অনুযায়ী ডায়লগ ছাড়ে ।

যদি সীমান্ত হত্যার কড়া জবাব দেওয়া যেত , যদি ভারতীয় পন্য আমরা আক্ষরিক অর্থেই বর্জন করতে পারতাম তাহলে ভারত তার বিশাল একটা বাজার হারাতো ।

কয়েক মাস আগে একটা জরিপে দেখা গেছে যে ভারত যে সব দেশে জনশক্তি রপ্তানী করে বৈদেশিক মূদ্রা আয় করে বাংলাদেশ তাদের মধ্যে ৫ নম্বরে ।

বাংলাদেশ কি পারে না এটা নিজেদেরে লোকদের দিয়েই করাতে ?

২৯ এপ্রিল ২০১৪ সকাল ০৮:৪৯
162939
দ্য স্লেভ লিখেছেন : ১০০% সহমত
214683
২৯ এপ্রিল ২০১৪ সকাল ০৮:৫০
দ্য স্লেভ লিখেছেন : আপনি ঠিক বলেছেন। পূর্বে এজেন্টের পরিমান অনেক কম ছিল,তবে এই আমলে বিশাল পরিমান ভারতীয় রয়েছে এখানে। আমি নিজেই দেখেছি কিছু...
214696
২৯ এপ্রিল ২০১৪ সকাল ০৯:২৮
খেলাঘর বাধঁতে এসেছি লিখেছেন : বাংলাদেশীরা ভাত খেতে পারে না! ভারত থেকে মরতে কে আসবে এখানে!

ফেলানীর বাবা কই?, ভারতের বিরুদ্ধে জেহাদ ঘোষনা করেন। ১০ লক্ষ কাল্পনিক ভারতীয়কে কতল করতে হবে না?
214697
২৯ এপ্রিল ২০১৪ সকাল ০৯:২৯
বুসিফেলাস লিখেছেন : মালাউন আর আওয়ামী জারজ হাফ মালাউন মুক্ত দেশ গড়তে হবে

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File