সাঈদীকে মরিয়া প্রমাণ করতে হবে জামায়াতের সাথে আওয়ামিলীগের কোন আঁতাত নাই!

লিখেছেন লিখেছেন পটাশিয়াম নাইট্রেট ২২ এপ্রিল, ২০১৪, ০৮:৩৭:২৪ সকাল

বি এন পি' র নিজেদের যে কিছু করার মুরোদ নাই সেটা তারা ও জানে। সাঈদীর রায় কে ঘিরে তাদের ইঁদুর কলিজায় এখন নতুন ভয় ঢুকেছে ,জামায়াত নাকি আওয়ামিলীগের সাথে আঁতাত করেছে!

আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদীকে যদি সরকার হত্যা করে তা সরকারের জন্য অনিশ্চিত পরিস্হিতির জম্ম দিতে পারে। তাই ফাঁসি না দেবার সম্ভাবনা একেবারে উড়িয়ে দেয়া যায়না। যদি তা হয় তবে জামায়াত-আওয়ামিলীগের সাথে আঁতাত করেছে বলে বি এন পি 'র মুরোদহীন নেতা গুলোর প্রলাপ বিলাপে রুপ নিতে পারে।

নেতা গোছের কয়েকজন বি এন পি 'র লোকের সাথে কথা বলে তাই মনে হল।কেমন যেন মনে হল ওরা ও সাঈদীর মৃত্যু চায় , তাতে জামায়াত সরকার বিরোধী আন্দোলন করবে আর ঊনারা আবার রাজ্য শাষণ ফিরে পাবেন।

চিহ্ণিত শত্রুকে মোকাবেলা করা যায়। কিন্তু মোনাফেক খুবই ভয়ংকর!

বিষয়: বিবিধ

১২৪২ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

211627
২২ এপ্রিল ২০১৪ সকাল ০৯:২৫
দ্য স্লেভ লিখেছেন : চিহ্ণিত শত্রুকে মোকাবেলা করা যায়। কিন্তু মোনাফেক খুবই ভয়ংকর!
211657
২২ এপ্রিল ২০১৪ সকাল ১১:১১
ঘারতেরা লিখেছেন : চিহ্ণিত শত্রুকে মোকাবেলা করা যায়। কিন্তু মোনাফেক খুবই ভয়ংকর!

আমার প্রশ্ন বিএনপি নেতারা চান কি? সাঈদী সাহেবের ফাঁসী। যাদের আন্দোলন করার মুরোদ নেই। জামায়াতের উচিত ওদের সাথে জোট ভেঙ্গে দেওয়া।
211713
২২ এপ্রিল ২০১৪ দুপুর ০১:২২
বাচ্চা ছেলে লিখেছেন : সাঈদীর আত্মাহুতি বাংলার জমিনে ইসলামী আন্দোলনে একধাপ এগিয়ে যাওয়া। অনেক কর্মী মরছে একজন নেতা না মরলে জমে না ইসলামী আন্দোলন। আল্লাহর সিদ্ধান্ত যা তা তো হবেই।
211804
২২ এপ্রিল ২০১৪ দুপুর ০৩:৪২
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : বিএনপির সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আওয়ামি পন্থি মিডিয়াকে শুভাকাংখি মনে করা এবং ভয় করা। এই মিডিয়ার ভয়ে যখন ক্ষমতায় ছিল অনেক কিছু করতে পারেনাই। আজকে তার মাশুল দিচ্ছে।
211870
২২ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৬:৩৩
মাটিরলাঠি লিখেছেন : বিএনপি ভয়েই মরে ইঁদুর ছানা অথবা দুই সন্তান মোর থাক নিরাপদ, দুধে-ভাতে?

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File