নাম দিয়ে যায়না চেনা!
লিখেছেন লিখেছেন পটাশিয়াম নাইট্রেট ০৯ এপ্রিল, ২০১৪, ০৮:২৯:৩৬ সকাল
কিছুদিন ধরে ম্যারিড ব্যাচেলর হিসেবে আছি। এক লাইবেরিয়ান-আমেরিকানের ডুপ্লেক্সের মাস্টার-বেড রুম ভাড়া নিয়ে আছি প্রায় ২ মাস হল। ভদ্র লোক বেসমেন্টে থাকেন। ক্রেইগ-লিষ্ট থেকে ভাড়ার এ্যাড দেখে মালিককে ফোন দিলাম মালিকের নাম ইব্রাহীম (আব্রাহাম নয়)। ঝকঝকে রুমের ছবি এবং ইব্রাহীমের সাথে কথা বলে সিদ্ধান্ত চুড়ান্ত করেছিলাম। নিউইয়র্কের বাহিরে মুসলমান পেলেই কেমন জানি ঘরের লোক মনে হয়। যা হোক, পরে জানলাম জম্মের সময় লাইবেরিয়ায় তার যে নাম রাখা হয়েছে তা আর পরিবর্তন করা হয়নি। তার বাপ দাদা কেউ হয়তো মুসলমান ছিল।
গত এক সপ্তাহ হল আরেক রুমে এসেছেন নতুন একজন। নাম মোহাম্মদ জনাথান। অরিজিন ত্রিনিদাদ।এমনিতে ত্রিনিদাদে অনেক মুসলমান। তাছাড়া নাম তো মোহাম্মদ! মুসলমান কিনা জানতে চাওয়াটাওতো বিশাল বোকামী! একটু আগে দেখলাম বিরিয়ানি খাচ্ছে। জানতে চাইলাম চিকেন কিনা! বললো না পর্ক! আমি তাজ্জব বনে গেলাম। ধমকের সূরেই জানতে চাইলাম মুসলমান হয়ে কেন পর্ক খাচ্ছে? সে জানালো। তার বাবা মুসলমান ছিল। খুব ছোট-বেলাতেই তাকে আর তার মাকে ফেলে বাবা অন্যত্র চলে যায়। মা চলে যায় বয়-ফ্রেন্ডের কাছে আর সে বড় হয় নানীর কাছে, যে একজন ক্যাথলিক খ্রীষ্টান। তাই মোহাম্মদ জনাথান ও এখন খ্রীষ্টান! খুব খারাফ লাগলো বেচারার জন্য!
বিষয়: বিবিধ
১১৮৭ বার পঠিত, ১৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
নামের বড়াই করনাতো নামদিয়ে কিহয়?
নামের মাঝে পাবেনাতো সবার পরিচয়।
আসল হতা কি অনানা হ-না বুঝায়!
নিজের ধর্মের শিক্ষা ও সংস্কৃতির সাথে পরিচিতি না থাকলে এরকমই হয়। আমার পরিচিত এক সামরিক অফিসার যিনি বসনিয়াতে মিশনে ছিলেন সেখানে দেখেছিলেন একটি পরিবারে এক মেয়ে ছাড়া সবাই মদ শুয়োর ইত্যাদিতে অভ্যস্ত। কিন্তু মেয়েটি বছরখানেক ইংলেন্ড এ লেখাপড়া করে ইসলাম সম্পর্কে জ্ঞান লাভ করেছে।
মন্তব্য করতে লগইন করুন