নাম দিয়ে যায়না চেনা!

লিখেছেন লিখেছেন পটাশিয়াম নাইট্রেট ০৯ এপ্রিল, ২০১৪, ০৮:২৯:৩৬ সকাল

কিছুদিন ধরে ম্যারিড ব্যাচেলর হিসেবে আছি। এক লাইবেরিয়ান-আমেরিকানের ডুপ্লেক্সের মাস্টার-বেড রুম ভাড়া নিয়ে আছি প্রায় ২ মাস হল। ভদ্র লোক বেসমেন্টে থাকেন। ক্রেইগ-লিষ্ট থেকে ভাড়ার এ্যাড দেখে মালিককে ফোন দিলাম মালিকের নাম ইব্রাহীম (আব্রাহাম নয়)। ঝকঝকে রুমের ছবি এবং ইব্রাহীমের সাথে কথা বলে সিদ্ধান্ত চুড়ান্ত করেছিলাম। নিউইয়র্কের বাহিরে মুসলমান পেলেই কেমন জানি ঘরের লোক মনে হয়। যা হোক, পরে জানলাম জম্মের সময় লাইবেরিয়ায় তার যে নাম রাখা হয়েছে তা আর পরিবর্তন করা হয়নি। তার বাপ দাদা কেউ হয়তো মুসলমান ছিল।

গত এক সপ্তাহ হল আরেক রুমে এসেছেন নতুন একজন। নাম মোহাম্মদ জনাথান। অরিজিন ত্রিনিদাদ।এমনিতে ত্রিনিদাদে অনেক মুসলমান। তাছাড়া নাম তো মোহাম্মদ! মুসলমান কিনা জানতে চাওয়াটাওতো বিশাল বোকামী! একটু আগে দেখলাম বিরিয়ানি খাচ্ছে। জানতে চাইলাম চিকেন কিনা! বললো না পর্ক! আমি তাজ্জব বনে গেলাম। ধমকের সূরেই জানতে চাইলাম মুসলমান হয়ে কেন পর্ক খাচ্ছে? সে জানালো। তার বাবা মুসলমান ছিল। খুব ছোট-বেলাতেই তাকে আর তার মাকে ফেলে বাবা অন্যত্র চলে যায়। মা চলে যায় বয়-ফ্রেন্ডের কাছে আর সে বড় হয় নানীর কাছে, যে একজন ক্যাথলিক খ্রীষ্টান। তাই মোহাম্মদ জনাথান ও এখন খ্রীষ্টান! খুব খারাফ লাগলো বেচারার জন্য!

বিষয়: বিবিধ

১১৭৫ বার পঠিত, ১৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

204902
০৯ এপ্রিল ২০১৪ সকাল ০৯:৪৯
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : I Don't Want To See I Don't Want To See I Don't Want To See Day Dreaming Day Dreaming
নামের বড়াই করনাতো নামদিয়ে কিহয়?
নামের মাঝে পাবেনাতো সবার পরিচয়।
০৯ এপ্রিল ২০১৪ সকাল ১০:৩৫
153902
সিটিজি৪বিডি লিখেছেন : গানটা কতই না সুন্দর ।
০৯ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৬:০২
154096
পটাশিয়াম নাইট্রেট লিখেছেন : বিশেষ করে আপনার কন্ঠে!হা: হা:
204912
০৯ এপ্রিল ২০১৪ সকাল ১০:১৬
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : নামে হামে মিল ন-তাইলে বুঝা বড় দায়
আসল হতা কি অনানা হ-না বুঝায়!
০৯ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৬:০১
154095
পটাশিয়াম নাইট্রেট লিখেছেন : ধন্যবাদ
204929
০৯ এপ্রিল ২০১৪ সকাল ১০:৫১
দ্য স্লেভ লিখেছেন : এইটুকু লিখলেন ক্যান ?? বউ দেশে তাই ছোট বাসা খুজছেন ??
০৯ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৬:০০
154093
পটাশিয়াম নাইট্রেট লিখেছেন : বউ বাচ্চা এসে যাবে মে'র মাঝামাঝি। তখন ২ বেড রুমের বাসা নেব। আছে নাকি আপনার জানা-শোনা কোন বাসা? আরে নাহ্‌! ওরেগনে না, পেনসেলভেনিয়াতে!
১০ এপ্রিল ২০১৪ রাত ১২:১৭
154359
দ্য স্লেভ লিখেছেন : কলমের যুগে পেন্সিলের কোনো দাম নেই। পেন্সিলভাঙ্গিয়ার কোনো খবর নেই,ছোটবেলা অনেক ভেঙ্গেছি...Rolling on the Floor Rolling on the Floor
204980
০৯ এপ্রিল ২০১৪ দুপুর ১২:১৩
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : এটাই স্বাভাবিক!
নিজের ধর্মের শিক্ষা ও সংস্কৃতির সাথে পরিচিতি না থাকলে এরকমই হয়। আমার পরিচিত এক সামরিক অফিসার যিনি বসনিয়াতে মিশনে ছিলেন সেখানে দেখেছিলেন একটি পরিবারে এক মেয়ে ছাড়া সবাই মদ শুয়োর ইত্যাদিতে অভ্যস্ত। কিন্তু মেয়েটি বছরখানেক ইংলেন্ড এ লেখাপড়া করে ইসলাম সম্পর্কে জ্ঞান লাভ করেছে।
০৯ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৬:০১
154094
পটাশিয়াম নাইট্রেট লিখেছেন : আসলেই পরিবেশই নির্ধারন করে অনকে কিছু, প্রায় সবকিছু!
205456
১০ এপ্রিল ২০১৪ রাত ০১:৪১
বৃত্তের বাইরে লিখেছেন : এই ব্লগে আমার লেখালেখির যাত্রা শুরু হয়েছিল নামের বিড়ম্বনা দিয়ে। প্রথম পোস্টে কিছু অভিজ্ঞতা নিয়ে লিখেছিলাম। তবে আপনার ঘটনার সাথে আমিও মোটামুটি পরিচিত। মুসলমানদের পর্ক আর হিন্দুদের গরু খাওয়া দুটোই চোখে পড়েছে। নিজস্ব ধর্ম, সংস্কৃতি থেকে দূরে সরে গেলে যা হয়।
205561
১০ এপ্রিল ২০১৪ সকাল ১০:১১
কেলিফোরনিয়া লিখেছেন : ড়ার পর হৃদয়ে টান দিয়েছে। Good Luck Good Luck
206034
১১ এপ্রিল ২০১৪ সকাল ০৯:৪২
রেহনুমা বিনত আনিস লিখেছেন : এসব দেখলে খুব কষ্ট লাগে। আমাদের উদাসীনতার জন্যই আজ বিশ্বব্যাপী মুসলিমদের এই দুরবস্থা Sad

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File