প্রতিযোগীতা নিয়ে একটা প্রস্তাবনা:
লিখেছেন লিখেছেন পটাশিয়াম নাইট্রেট ২৬ মার্চ, ২০১৪, ০৫:২১:০১ সকাল
প্রতিযোগীতা আসার পর থেকেই ব্লগ অনেক সরগরম হয়েছে। সবসময় ব্লগে কোন না কোন প্রতিযোগীতা থাকলে এলাকা গরম থাকবে।
আমি প্রস্তাব করছি ব্লগারদের প্রতিযোগীতায় স্পন্সর করার সূযোগ দেয়া হোক। বাহিরের যে কেউ চাইলে ও প্রতিযোগীতায় স্সন্সর করতে পারে। সে ক্ষেত্রে ঊনার ছবি এবং সংক্ষিপ্ত পরিচিতি প্রতিযোগীতা চালকালীন সময় পর্যন্ত ব্লগে থাকলে অন্যরা ও উৎসাহিত হবে। এ ক্ষেত্রে অনেক ভাল-ভাল পুরস্কার দেয়া সম্ভব হবে।
বিষয়: বিবিধ
১০২৯ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন