ইসলামি ব্যাংক কে ধন্যবাদ!

লিখেছেন লিখেছেন পটাশিয়াম নাইট্রেট ২০ মার্চ, ২০১৪, ০৭:৫৪:৩১ সকাল

দুই দিন আগে ইসলামি ব্যাংকের গুষ্টি উদ্ধারে নেমেছিলাম যে কারনে, একই কারণে আজ ধন্যবাদ জানাচ্ছি! ঐ ৩ কোটি টাকার জন্যই নাকি চেতনা ওয়ালারা গোস্বা করেছে। রাজাকারের টাকায় ঊনারা জাতীয় সঙ্গীত গাইবেন না। তবে সমস্যা হলো ঐ ৩ কোটি টাকা এখন কোথায় যাবে?

বিষয়: বিবিধ

১১৫০ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

195082
২০ মার্চ ২০১৪ সকাল ০৯:০৬
হতভাগা লিখেছেন : উদিচী ললাখো কন্ঠে জাতীয় সংগীত হাওয়া বর্জন করার কাহিনী করছে ইসলামী ব্যাংকের ৩ কোটি টাকার চেকের কারণে । গতকাল আসাদুজ্জামান নূরকে খুবসে পচানোর চেষ্টা চলেছে মুন্নীর অনুষ্ঠানে ।

আমার কথা হল :

এই সব সস্তা দেশপ্রেম দেখানোর আয়োজন কি না করলেই নয় ?
195090
২০ মার্চ ২০১৪ সকাল ০৯:৪১
দ্য স্লেভ লিখেছেন : দেশ প্রেম শব্দটা শুনলেই আমার কিছু হাদীস মনে পড়ে। আর এটা নিয়ে কেউ কথা বলছে বা তড়পাচ্ছে দেখলে জাহান্নামের কথা মনে পড়ে। এই একটি মাত্র বিষয় মুসলিমকে ভেড়ার বাচ্চা বানায় রাখতে যথেষ্ট কিয়ামত পর্যন্ত। দেশপ্রেম শব্দটা সাধারনত ফায়দাবাজরাই বেশী ব্যবহার করে। এটা একটা ফায়দাবাদী শব্দ। মুয়াম্মার গাদ্দাফী এটা সাকসেসফুলি ব্যবহার করার কারনে,ছড়িয়ে পড়েছিল যে,এটি হাদীস....জন্মভূমীর প্রতি স্বাভাবিক ভালবাসা ,মায়া,মমতা থাকতে পারে কিন্তু সেটার রূপ এমন হবে কেন ?? এটাকেই জাতিয়তাবাদের ভিত্তি বানিয়ে ফেলা হয়েছে।
195105
২০ মার্চ ২০১৪ সকাল ১০:৫৫
সিটিজি৪বিডি লিখেছেন : এই টাকা দিয়ে প্যাডেড গ্রাউন্ডের সাজসজ্জা চলছে। চেতনাধারীরা এখন কি বলবে?
195109
২০ মার্চ ২০১৪ সকাল ১১:০৩
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আমারে দিলে কেমন হয়!!
195128
২০ মার্চ ২০১৪ দুপুর ১২:০৪
আমি মুসাফির লিখেছেন : চেতনা ধারীদের চেতনা ভুতা হয়ে যাচ্ছে । সঠিক চেতনাদের হাতে টাকাটা না যাওাতে এমন হতে পারে। যেমনটি হয়েছিল শাহবাগে।
195133
২০ মার্চ ২০১৪ দুপুর ১২:২১
বেআক্কেল লিখেছেন : সেই টাকা খাওয়ার জন্য জয় বাবা ভোলারাম তার দরগাহে বইসা আছেন, তার রওজা মোবারকে পাঠাইতে হইব, মগর ব্যাংকে ফেরত যাইবে না, যাইবে না,
195157
২০ মার্চ ২০১৪ দুপুর ০১:৪৪
ইবনে আহমাদ লিখেছেন : ভাই তিন কোটি টাকা শুধু নয়। আরো হিডেন কত টাকা চেতনা বাস্তবায়নের জন্য নেয়া হচ্ছে তার হিসাব কে রাখে।
আমি বেআক্কেল এর সাথে একমত।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File