উপকূলে ভেসে বেড়াচ্ছে লাশ। তবু ও সব স্বাভাবিক!
লিখেছেন লিখেছেন পটাশিয়াম নাইট্রেট ১৭ মার্চ, ২০১৪, ০৬:১৭:১১ সকাল
মেঘনার বুকে হাতিয়া উপকূলে ভেসে বেড়াচ্ছে ২০ টার মত লাশ। ভাটায় আটকে যাওয়া লাশ কুকুর আর কাক ছিঁড়ে খাচ্ছে। অথচ দেশে সব কিছুই স্বাভাবিক। যেন কিছুই হয়নি! সবার আশংকা গুম হয়ে যাওয়া বিরোধী-দলের কর্মীদের হত্যার পর নদীতে লাশ ভাসিয়ে দিয়েছে ওরা। দেশে এখন বাকশালের ভর মৌসুম! যে কোন দিন যে কেউই হয়ে যেতে পারেন লাশ! অবশ্য আমাদের বিশ্ব কাপের ঘোরে এসব ভাবার সময় কোথায়?
বিষয়: বিবিধ
৮৮২ বার পঠিত, ১১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
০ এরা মনে হয় প্রেমের মরা ।
প্রেমের মরা জলে ডুবে না আ আ আ আ
বুঝলেননি!!!!!!!!
মন্তব্য করতে লগইন করুন