কেউ কি উত্তরটা জানেন?

লিখেছেন লিখেছেন পটাশিয়াম নাইট্রেট ০৭ মার্চ, ২০১৪, ০৮:১৬:২৩ সকাল

আজ অফিস থেকে বাসায় ফেরার পথে হটাৎ একটা বিদঘুঁটে শয়াতানি মার্কা প্রশ্ন মাথায় এল। "প্রথম মুক্তিযুদ্ধে শহীদ এর সংখ্যা ত্রিশ লক্ষ। কিন্তু দ্বিতীয় মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যার এ কি অবস্হা! সেই থাবা বাবার পর আর তো কোন বীর উত্তমের খবর পেলাম না!

বিষয়: বিবিধ

১০৫৫ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

188264
০৭ মার্চ ২০১৪ সকাল ০৯:৩৬
মোহাম্মদ নূর উদ্দীন লিখেছেন : গুন্ডে ছবিটি দেখলে সব খোলাসা হয়ে যাবে ।
188330
০৭ মার্চ ২০১৪ সকাল ১১:২৬
হতভাগা লিখেছেন : ৭১ এর যুদ্ধ হয়েছে অস্ত্রের সাথে অস্ত্রের । ২০১৩ তে হয়েছে ব্রেইনের সাথে ব্রেইনের । এখানেও হানাদারেরা মগজে না পেরে অস্ত্র ধরেছে ।
188425
০৭ মার্চ ২০১৪ বিকাল ০৪:০৯
এলিট লিখেছেন : দুই নাম্বার মুক্তিযুদ্ধের এক নাম্বার শহিদ থাবা বাবকে আপনি বীর উত্তম বলছেন !! আরে, সে তো হল বীর শ্রেস্ট। ইমরান সরকার, আসিফ মহিউদ্দিন, আরিফ জ়েবতিক, লাকী এরা হল বীর উত্তম। এমন ভুল আর করবেন না।
188801
০৮ মার্চ ২০১৪ সকাল ১১:৩৩
সজল আহমেদ লিখেছেন : এলিট কি বল্তেছে হাঃহাঃহাঃ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File