সুখে থাকতে ভুতে কিলায়!
লিখেছেন লিখেছেন পটাশিয়াম নাইট্রেট ১৩ ফেব্রুয়ারি, ২০১৪, ০৯:৫৮:২১ সকাল
সৌদি আরব থেকে আপনি যদি সাইবেরিয়ায় চলে যান আপনার যে অবস্হা হবে আমার অবস্হা ও তা হয়েছে। কেন যে আ্যরিজোনার অসাধারণ আবহাওয়া ছেড়ে আসলাম! নিউইয়র্ক থেকে পেনসেলভেনিয়ায় আসার পথে মনে হচ্ছিল উত্তর মেরুতে ড্রাইভ করছি। চারদিকে যেন বরফের সমুদ্র! এর উপর একটু পরেই আঘাত হানা শুরু করবে আইস-ষ্টর্ম "পেক্স"।
এবার শুধু স্নো নয়; রাস্তা-ঘাট, গাড়ি সবকিছু একেবারে আইস কোটেড হয়ে যাবে। কাল আফিসে যাওয়া লাগবেনা। গাড়ীতে ব্রেক করলে গাড়ী যে থামবে তার গ্যরান্টি নাই। তাই আগামি কমপক্ষে ৪০ ঘন্টার জন্য ১ রুমে বন্দী!
বিষয়: বিবিধ
১০৬৪ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন