শিরোণাম আপনারাই দিন
লিখেছেন লিখেছেন পটাশিয়াম নাইট্রেট ৩১ জানুয়ারি, ২০১৪, ০৮:৩৪:০০ সকাল
অস্ত্র মামলায় ফাঁসি। তা ও যার তার ফাঁসি নয়! একেবারে সাবেক শিল্প মন্ত্রীর। ফখরুদ্দীন-মঈনুদ্দীনদের গ্যাঁড়াকলে পড়ে দূর্ণীতির দায়ে প্রায় সকল সাবেক মন্ত্রী-এমপিরা যখন নাকাল তখন ও ঐ শিল্প মন্ত্রীর বিরুদ্ধে দূর্ণীতির কোন অভিযোগ ওরা দাঁড় করাতে পারেনি। অথচ আজ সেই শিল্প মন্ত্রী কিনা ফেঁসে গেল ১০ ট্রাক অস্ত্র-মামলায়! এক্কেবারে ফাঁসি!
কিছু খবিশকে দেখলাম সুবিচার হয়েছে বলে আনন্দ প্রকাশ করতে। এই ২০১৪ সালে খাটি কুত্তার বাচ্চা ছাড়া কেউ যে আওয়ামিলীগকে সমর্থন করতে পারেনা আমার সে উপলব্ধি দিন দিন পোক্ত হচ্ছে।
বিষয়: বিবিধ
১১২০ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আপনি ঠিক বলেছেন।
মন্তব্য করতে লগইন করুন