ল্যাও ঠ্যালা! জয় বাংলা বলে আগে বাড়ো!

লিখেছেন লিখেছেন পটাশিয়াম নাইট্রেট ২৪ জানুয়ারি, ২০১৪, ১১:৫০:১৮ সকাল

ক্রিকেটের ক্ষেত্রে ইংল্যান্ড আর অস্ট্রেলিয়া দল দুটিকে কখনোই পছন্দ করতে পারিনি ঐ "আমি কি হনুরে!" ভাবের জন্য। আর ভারতকে দেখতে পারতামনা ইতরামির জন্য। আজ দেখি ৩ টাই বাংলাদেশের টেষ্ট ষ্ট্যটাস কেড়ে নিতে চাইছে। যাই হোক, শুয়োর গুলারে বিরোধিতার একটা জাষ্টিফিকেশন তো পাওয়া গেল!

মজার ব্যাপার হচ্ছে ভারত যাতে অখুশি না হয় এজন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডই বাংলাদেশে ক্রিকেট দলের সাথে নাই।

এবার ল্যাও ঠ্যালা!

জয় বাংলা বলে আগে বাড়ো!

বিষয়: বিবিধ

১২২৯ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

166702
২৪ জানুয়ারি ২০১৪ দুপুর ০১:৪৫
হলুদ রঙ মেঘ লিখেছেন : শেইম শেইম
166703
২৪ জানুয়ারি ২০১৪ দুপুর ০১:৪৫
সাইদ লিখেছেন : ১০% জনসমর্থনের সরকারেরর দেওয়া কেবল মাত্র শুরু।ক্ষমতায় থাকতে হলে শুধু ভারত না বিশ্বের সব মোড়লদেরকে অনেক কিছু দিয়ে খুশী রাখতে হবে.সামনে পাঁচ বছরে অনেক কিছু দেখার বাকি আছে.সরকারের মাথা এখন বিদেশী মোড়ল।তাদের স্বার্থের বিরুদ্ধে গেলেই তো ক্ষমতা ছাড়তে হবে--আওয়ামীলীগের চাই ক্ষমতা আর মোড়লদের চাই স্বার্থ।কে প্রতিবাদ করবে?পোষা বাহিনী আছে না.প্রতিবাদের হাত ভেঙ্গে দেওয়া হবে.
166725
২৪ জানুয়ারি ২০১৪ দুপুর ০৩:৫৯
হতভাগা লিখেছেন : ভারতমুখী নতজানু পররাষ্ট্রনীতি থেকে কি এবার অন্তত বের হয়ে আসতে পারবে বাংলাদেশ ?

দ্বিপাক্ষিক রাজনৈতিক চুক্তি গুলো তো গোপনে করা হয়েছে । কি করা হয়েছে তার ফল তো কিছু কিছু আমরা দেখতে পাচ্ছি.

কিন্তু এবারের টা তো আর গোপন না , একেবারে ওপেন ।

সাউথ আফ্রিকারা যেখানে এক কথাতেই তাদের মতামত বলে দিয়েছে সেখানে বাংলাদেশের স্বাভাবিক উত্তর না টাকেও বলতে ভয় পাচ্ছে ভারতের বিরাগভাজন হবে বলে !!

কারা স্বাধীন দেশ -- সাউথ আফ্রিকা - পাকিস্তানরা ? নাকি বাংলাদেশ ?

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File