আজকের নির্বাচন নিয়ে bdnews24.com এর কান্ড দেখেন!
লিখেছেন লিখেছেন পটাশিয়াম নাইট্রেট ০৫ জানুয়ারি, ২০১৪, ১০:১৯:৪৮ সকাল
ভোট কেন্দ্রগুলাতে ভোটার তো দূরে থাক, কুত্তাও দেখা যাচ্ছেনা। আর bdnews24.com প্রথম পাতায় ছবি দিয়া রাখছে বিশাল লম্বা লাইন ধরে কেন্দ্রে মানুষ ভোট দিতে দাঁড়িয়ে আছে।
ধরা-খেলে প্রথম-আলোর মত ওরা ও ছবি ডিলিট কইরা দেবে। তাই ফটো তুলে রাখছি (ক্লিক!)। নিচে দেখেন।
এবার ছবিটা সেইভ করে গুগলে ইমেজ সার্চ দিয়া দেখি ছবিটা ১২ ঘন্টা আগে আপলোড করা হইছে। বাহ:! ভোট শুরু হল ২ ঘন্টা আগে , তারা ছবি আপলোড করছে ১২ ঘন্টা আগে! মানে ছবি তুলছে তার ও আগে!
গুগল সার্চের স্ক্রিণ-শট দেখেন।
কি আর কমু বলেন? আওয়ামিলীগ করবেন ভাল কথা! তাই বলে এমন চোর আর বেহায়া হতে হবে কেন?
বিষয়: বিবিধ
৩০৭৫ বার পঠিত, ২১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
A PHP Error was encountered
Severity: Notice
Message: Undefined offset: 7218
Filename: views/blogdetailpage.php
Line Number: 764
A PHP Error was encountered
Severity: Notice
Message: Undefined offset: 7218
Filename: views/blogdetailpage.php
Line Number: 917
"> যমুনার চরে লিখেছেন : ২০১৯ সালে আবার বুঝাপরা হবে। আগামী ৫ বছর ভিডিও বার্তার ভিতর জেহাদ সীমিত থাকবে.......আগের নির্বাচনী ওয়াদা-
দশ টাকা কেজি চাল
পাঁচ টাকা কেজি ঝাল,
ঘরে ঘরে চাকরী
বিনা মূল্যে সার।
বর্তমান ওয়াদা-
কুরআন- সুন্নাহ বিরোধী আইন করা হবে না। (http://www.banglanews24.com/detailsnews.php?nssl=8b0cac2c8d7c27c3764291dfa67e60a7)
ক্যাপশন দরকার আছে কি না? বলুন !
মন্তব্য করতে লগইন করুন