তাতে কেউ অবাক হলেই আমি বরং অবাক হই
লিখেছেন লিখেছেন পটাশিয়াম নাইট্রেট ৩১ ডিসেম্বর, ২০১৩, ০৭:৪৪:০৩ সকাল
অপু উকিলরা সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে ঢিল মারবে। চেতনাধারীরা আপনাকে-আমাকে নুনু দেখিয়ে দেবে, তাতে কেউ অবাক হলেই আমি বরং অবাক হই।
কালকে ঢিল মারার সময় কেউ যদি অপু উকিলের গালে জুতা দিয়ে একটা থপাস করে বসিয়ে দিত তাহলে সংখ্যালুগু নির্যাতনের দায়ে প্রথম-আলোতে হেড লাইন হয়ে যেতনা!
মুসলমান হয়ে জম্মানোটাই বাংলদেশে একটা মস্তবড় অপরাধ। তবে চেতনার ব্যবাসা করতে পারলে ভিন্ন কথা।
বিষয়: বিবিধ
১০৯৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন