শেষ বাংকারটাকে টিকিয়ে রাখতে কোন এক মাফিয়া ডনের প্রাণান্ত প্রচেষ্টা
লিখেছেন লিখেছেন পটাশিয়াম নাইট্রেট ২৯ ডিসেম্বর, ২০১৩, ১০:৩০:৩৯ রাত
রাষ্ট্রীয় প্রটোকল তুলে নেয়া, পরিবার-পরিজন এবং সহকর্মীদের থেকে দুরে রাখা একজন বাঙালী মহিলাকে আটকাতে রাষ্ট্রীয় -বাহিনীকে সাঁজোয়া যান নিয়ে ১০ স্তরের ব্যারিকেড দিতে হল! এ যেন শেষ বাংকারটাকে টিকিয়ে রাখতে কোন এক মাফিয়া ডনের প্রাণান্ত প্রচেষ্টা। যেখানে কোন নিয়ম নেই, আইন নেই, বাঁচতে যা করা দরকার তাই আইন।
আদালত প্রাঙ্গণ এবং আদালত চত্বরের পুলিশী প্রহরায় যারা তান্ডব চালিয়েছে , মহিলাদের মাটিতে ফেলে লাঠি-পেটা করেছে ওদের গায়ে বুলেট-প্রুফ ভেষ্ট। ওরা তো সাধারণ আওয়ামিলিগার! এখন পুলিশের অস্ত্রই ছাত্রলীগ-যুবলীগের অস্ত্র। পুলিশের পোশাকই ওদের পোশাক। দলীয় ক্যাডার আর রাষ্ট্রীয় বাহিনীর একই মিশন, যে কোন মূল্যেই টিকে থাকা।
আওয়ামিলীগ কোন রাজনৈতিক দল নয়।বিদেশী মদদপুষ্ট একটা ভয়ংকর মাফিয়া গং। আশা করি মা-শুকুর থেকে ছা-শকুর পর্যন্ত প্রত্যেকটাকে জনগণ চিহ্নিত করে রাখা হবে ।
বিষয়: বিবিধ
১১৮৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন