আজকের মহাসমাবেশ থেকে একটা রেজাল্ট না নিয়ে কেউ ঘরে ফিরবেনা
লিখেছেন লিখেছেন পটাশিয়াম নাইট্রেট ২৯ ডিসেম্বর, ২০১৩, ০২:৩৫:১৫ রাত
আমার একটাই প্রত্যাশা আজকের মহাসমাবেশ শুধু শো-ডাউনের সমাবেশ নয়, হাসিনার প্রতি কোন হুশিয়ারী বার্তা ও নয়, আজকের মহাসমাবেশ থেকে একটা রেজাল্ট না নিয়ে কেউ ঘরে ফিরবেনা। সেটা ১ দিনে হোক আর ১ মাস লাগুক, শুরু হবে আজ থেকেই।
যদি অসহযোগের ডাক আসে তবে কেউ ঢাকার বাহিরে যাবেন না। সবাই ঢাকায় থেকে ঢাকাকে অবরুদ্ধ করে ফেলুন। বাকশালের প্রাণ ভোমরা ঢাকাকে চেপে ধরলে এমনিতেই বেরিয়ে যাবে।
যদি লাগাতার অবস্হানের সিদ্ধান্ত আসে তবে এক যায়গায় অবস্হান করাটা একদম ঠিক হবেনা, তাতে বাকশাল সরকার সমস্ত ফোর্স এক যায়গায় প্রয়োগ করার সুযোগ পাবে। ঢাকার ১০- ২০ টা পয়েন্টে এমন ভাবে অবস্হান করুন যাতে এক দিক আক্রান্ত হলে অন্যন্য গ্রুপ সাহয্যের জন্য এগিয়ে আসতে পারে।
ঢাকার বিভিন্ন মোড়ে-মোড়ে যে কোন ভাবেই হোক ব্যারিকেড সৃষ্টি করুন যাতে পুলিশ-বিজিবি'র গাড়ী অবাধে চলাচল করতে না পারে। বিশেষ করে ওদের সরবরাহ রুট চিহ্নিত করে বিচ্ছিন্ন করে দিন।
বিষয়: বিবিধ
১০৯৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন