৫ লাখ- ১০ লাখ হিসেব করে কোন লাভ নাই, দরকার মাত্র ১ লাখ

লিখেছেন লিখেছেন পটাশিয়াম নাইট্রেট ২৮ ডিসেম্বর, ২০১৩, ১০:৩৬:০২ সকাল

সরকার গাড়ী বন্ধ করে দিয়েছে, ষ্টীমার বন্ধ করে দিয়েছে অভিযোগ করে লাভ কি বলুন? আপানারা কি জানতেন না সরকার এটা করবে? এসব উপেক্ষা করে যারা ঢাকায় আসতে পেরেছেন বা পারবেন ঢাকায় শুধু তাঁদেরই দরকার। বাকীরা না আসলেও চলবে। সমাবেশ শেষ করে বিকেলে বাড়ির পথ ধরলে ৫ লাখ- ১০ লাখ হিসেব করে কোন লাভ নাই। কে মনে রাখবে ঢাকায় কত লোক সমাবেশ হয়েছিল? দরকার ১ লক্ষ বীর জনতা যারা গুলির মুখে হটবেনা। লক্ষ্য অর্জন পর্যন্ত ঢাকার রাজপথের অবস্হান ছাড়বেনা। আমি আশা করি ও রকম লক্ষাধিক জনতা ইতোমধ্যে ঢাকায় এসে পৌঁছেছেন।

তাই যারা ঢাকায় যেতে পারেন নি আজুহাত দাঁড় করাবেন না প্লিজ। যেখানে আছেন সেখান থেকেই কেন্দ্রের নির্দেশ পালন করুন।

বিষয়: বিবিধ

১০২৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File