সরকারের কাছে হেফাযতের সহায়তা কামনা

লিখেছেন লিখেছেন পটাশিয়াম নাইট্রেট ২২ ডিসেম্বর, ২০১৩, ১১:৩৩:৪১ সকাল

হেফাযতের ২৪ তারিখের সমাবেশের জন্য শুভকামনা রইলো। কিন্তু আমাকে কেউ কি একটু বুঝিয়ে দেবেন সমাবেশ সফল করার জন্য হেফাযত নেতারা বারবার সরকারের কাছ থেকে সহায়তা চাইছেন কেন? যার বিরুদ্ধে অবরোধ তার কাছেই সহযোগীতা ভিক্ষা! তাছাড়া বাংলাদেশে সেই পরিবেশ কি আছে? ৫ মে রাতে এই আওয়ামি সরকারই তো হেফাযত কে ফ্লাশ আউট করেছিল, না কি? তাহলে সরকারের কাছে আমতা-আমতা করে সহযোগীতা কামনা করে সমাবেশের স্পিরীটকে ঊনারা দূর্বল করে দেবার মানে কি?

আরেকটু কৌশলী হওয়া দরকার। ১৮ দল এবং হেফাযতের টার্গেট কমন। তবে আলাদাভাবে আন্দোলন করার যে প্রবণতা হেফাযতের দেখা যাচ্ছে তাতে কাংখিত ফলাফল হেফাযত কখনো দেখবে কিনা সন্দেহ আছে।

বিষয়: বিবিধ

১০৩১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File