বাংলাদেশের গলায় এক দীর্ঘস্হায়ী পরাধীনতার শেকল ফেঁসে যাচ্ছে ।
লিখেছেন লিখেছেন পটাশিয়াম নাইট্রেট ১৬ ডিসেম্বর, ২০১৩, ০৯:৪৫:৩৩ সকাল
বাংলাদেশে সিলেক্টেড কিলিং শুরু হতে পারে - আল যাযীরা।
শেখ হাসিনা, নানক, হাসান মাহমুদ, ডি এম পি কমিশনার, শাহরিয়ার কবির এর গত দুদিনের ষ্টেটমেন্টগুলু এবং বাংলাদেশের গত দুদিনের হত্যাকান্ডগুলু একসাথে বসালে সরল রেখা টানতে পারবেন।
আজ যখন বিজয় দিবস চলছে সাতক্ষীরায় ৫ শিবির কর্মীকে গুলি করে খুন করেছে পুলিশ এবং আওয়ামিলীগের কিলিং স্কোয়াড। বিজয় দিবসের অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা সেনানিবাসে ভারতের ৩ বাহিনীর প্রধান সহ ৩৯ জন মেজর এবং বিগ্রেডিয়ার পদ-মর্যাদার অফিসার এসেছেন যা নজীর বিহীন। খবর বেরিয়েছে যশোর সেনানিবাসে সৈনিকদের পারিবারের জন্য ব্যাবহৃত অনেক কোয়ার্টার খালি করা হয়েছে। কাদের জন্য? বুঝতে বাকি থাকার কথা নয়। বাংলাদেশের গলায় এক দীর্ঘস্হায়ী পারাধীনতার শেকল ফেঁসে যাচ্ছে।
বিষয়: বিবিধ
৯৯০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন