আমাদের জয়নব আল-গাজ্জালী

লিখেছেন লিখেছেন পটাশিয়াম নাইট্রেট ১১ ডিসেম্বর, ২০১৩, ০৮:০১:৫২ সকাল



কাদের মোল্লা আমাদের সাঈদ-কুতুব শরীফ বা হাসান আল-বান্না। ঊনাকে নিয়ে আমি খুব বেশি বিচলিত ছিলাম না। জানতাম ঊনি অন্যায়ের কাছে মাথানত করবেন না। জানতাম ঊনি প্রেসিডেন্টের কাছে প্রাণভিক্ষা চাইবেন না! শাহাদাৎ যাদের আজম্ম আরাধ্য তাঁরা মৃত্যুকে হাসিমূখে বক্ষ পেতে নেবে,পৃথিবী যূগে-যূগে এটাইতো দেখেছে। আমি বিচলিত হচ্ছিলাম কাদের মোল্লার পরিবারের অবস্হা চিন্তা করে। বিশেষ করে যখন আনুষ্ঠানিকভাবে শেষ দেখা হল। কেমন লাগছিল তাঁর প্রিয়তমা স্ত্রীর কাছে! কিন্তু শেষ বিদায় শেষে একি দেখলাম! কাদের মোল্লার যে বিজয় সূচক চিহ্ন ওদের বুকে আগুন ধরিয়ে দিয়েছিল, স্বামীর সাথে শেষ দেখা শেষে সে একই চিহ্ন প্রদর্শন করছিলেন কাদের মোল্লার স্ত্রী। এমন বিরঙ্গনা যে আন্দোলনে আছে সে আন্দোলন কখনই স্তব্ধ হবেনা ইনশাল্লাহ্‌। আমার হ্যালুশিনেশন হচ্ছিল! আমি যেন ভি চিহ্ন প্রদর্শনরত জয়নব আল-গাজ্জালী দেখছিলাম!

বিষয়: বিবিধ

১৪৫২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File