তিনি তাঁর আরাধ্য গন্তব্যে ছুটে চলেছেন ....

লিখেছেন লিখেছেন পটাশিয়াম নাইট্রেট ১০ ডিসেম্বর, ২০১৩, ০৯:৩৪:২৮ রাত

কাদের মোল্লা তাঁর আরাধ্য গন্তব্যে ছুটে চলেছেন আমাদের কঠিন পরিক্ষায় ফেলে। চোখ বন্ধ করলেই আমি দেখতে পাচ্ছি দৃপ্ত পায়ে, শিণা টান-টান করে হার না মানা আমার নেতা ফাঁসির দড়ির মুখোমুখি। প্রভূর সান্নিধ্যে পাওয়ার জন্য আর তর সইছেনা যেন। মুহুর্তেই উড়াল দেবেন জান্নাতে সবুজ পাখিদের ভীড়ে ।

হে আল্লাহ্‌! আমাদের ধৈর্য ধরার তৌফিক দাও। কঠোর জবাব দেবার হিম্মত দাও। তবে অনূগ্রহ করে আমাদের সীমালঘ্ননকারীদের অন্তর্ভূক্ত করোনা।

বিষয়: বিবিধ

১১৯২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File