ভারত যেমন আমেরিকার চাইতে শক্তিশালী নয়, বাংলাদেশ ও ভিয়েতনামের চাইতে দূর্বল নয়

লিখেছেন লিখেছেন পটাশিয়াম নাইট্রেট ০৮ ডিসেম্বর, ২০১৩, ১২:২৯:৫৪ দুপুর

হাসিনা গংকে রক্ষার জন্য ভারত কোন কূটনৈতিক শীষ্ঠাচার মানছেনা। রণে ভন্গ দেয়া ভারতের দালালগুলু হঠাৎ কেন যেন আশার ঝিলিক দেখে নড়ে চড়ে উঠেছে। হয়তো ভাবছে প্রভূ যে কোন মূল্যেই তাদের রক্ষা করবে। কিন্তু যে গণবিস্ফোরণ বাংলাদেশে ঘটছে তার উত্তাপ ভারত নিতে চাইবে বলে মনে হয়না। ঐ দালালদের একটু মনে করিয়ে দিতে চাই , "ভারত যেমন আমেরিকার চাইতে শক্তিশালী নয়, বাংলাদেশ ও ভিয়েতনামের চাইতে দূর্বল নয়।"

বিষয়: বিবিধ

১১০৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File