জানোয়ার লীগের এখন দরকার জরুরী অবস্হা জারী করে সামরিক বাহিনী নামানো, কিন্তু...
লিখেছেন লিখেছেন পটাশিয়াম নাইট্রেট ০৫ ডিসেম্বর, ২০১৩, ০৮:১৩:৩৮ সকাল
জানোয়ার লীগের এখন দরকার জরুরী অবস্হা জারী করে সামরিক বাহিনী নামানো। ব্যাপক আওয়ামিকরণ এবং পিলখানার ফ্লাশ আউটের পরে ও কোথায় যেন ঘাপলা রয়েই গেল। সামরিক বাহিনী জনতার বিরুদ্ধে দাঁড়াতে রাজি হলনা। গাড়িতে আগুন দিয়ে মানূষ পুড়িয়ে , বি জিবি'র উপর ককটেল হামলা , হিন্দুদের উপর আক্রমণ করতে গিয়ে আওয়ামিলীগের কর্মীরা ধরা পড়ছে। কিন্তু হাসিনার দরকার আরো নাশকতা।
আজ কাদের মোল্লার রায়ের পূর্ণাঙ্গ কপি প্রকাশ করা হবে। এর পর দিনক্ষণ দেখে ফাঁসিতে ঝুলাতে আর কোন সমস্যাই থাকবেনা। তাতে যদি জামায়াত শিবিরকে আরো বেশি বিক্ষুব্ধ করে তোলা যায় এবং সাথে নিজেরা স্যাবোটাজ করে একটা অল ওভার ক্যাওয়াস সৃষ্টি করা গেলে যদি সামরিক বাহিনী নেমে তাদের উদ্ধার করে!
বিষয়: বিবিধ
১২০৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন