ধন্যবাদ জ্বনাব রিজভী! আপনার দূ:সাহসের ছোঁয়া ছড়িয়ে পড়ুক দিগন্তে!
লিখেছেন লিখেছেন পটাশিয়াম নাইট্রেট ০৯ নভেম্বর, ২০১৩, ১০:৫৯:২৯ রাত
মি: রিজভী, আপনার দলের প্রধান গৃহবন্দি। আজ রাতেই গ্রেফতার হতে পারেন বলে জোর গুজব রয়েছে। আপনার দলের অনেক বাঘা-বাঘা নেতাদের বিরুদ্ধে তলে-তলে সরকারের সাথে আঁতাতের অভিযোগ। মাঠ পর্যায়ে অনেক ত্যাগী নেতা-কর্মী আন্দোলন ঠিক জমিয়ে তুলতে পারছেননা। কোথায় যেন আত্মবিশ্বাসের অভাব। ঠিক সেই মুহুর্তে পুলিশ কে ফাঁকি দিয়ে প্রেস ক্লাব থেকে বের হয়ে পার্শ্ববর্তী ভবনের ছাদ থেকে দলের প্রধান কার্য্যালয়ে প্রবেশ করে আপনি যে হার না মানা দূ:সাহসিকতার প্রমান রেখেছেন তা এতক্ষণে আপনার কর্মীদের মাঝে অনুপ্রেরণার আলো হয়ে ছড়িয়ে পড়েছে বলে আমি মনে করি। আসলেই খুব বেশী নেতা দরকার নাই। গোটা দেশ প্রস্তুত! দরকার আপনার মত দু-একজন নেতা!
ভাল থাকবেন , এই আশাই করি।
বিষয়: বিবিধ
১১৬১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন