খালেদা জিয়া! আপনি যেভাবে হেরে যাচ্ছেন।

লিখেছেন লিখেছেন পটাশিয়াম নাইট্রেট ২৭ অক্টোবর, ২০১৩, ০৮:০৭:৫১ সকাল

শেখ হাসিনা ফোন করবে করবে করে ফোন করলো টানা ৩ দিন হরতালের ঠিক আগে-আগে। খালেদা জিয়াকে শেখ-হাসিনা শুধু আলোচনার প্রস্তাবই দেননি, নিজ হাতে রান্না করে খাওয়াবেন বলেছেন। দুষ্ট লোকের মিষ্টি কথা আবার ও দেখলাম।

মেয়াদোত্তীর্ণ হয়ে যাওয়া হাসিনা'র আহ্বানে খালেদা জিয়া সাড়া দিয়ে সাধারণ জনগণের আস্হা হারাচ্ছেন এবং হাসিনাকে বৈধতা দিয়েছেন। আমি অবাক হয়েছি, খালেদা জিয়া যখন বলেছেন হরতালের পর তিনি হাসিনার দাওয়াতে যাবেন! আলোচনা করার আপনার যখন এত শখ তাহলে হরতালের দরকারটা কি? এই ৬০ ঘন্টার হরতালে যে জীবন গুলা ঝড়ে যাবে তার দায়ভার কি আপনি নেবেন? আর আলোচনাটা কি নিরপেক্ষ কোন ভ্যানুতে হতে পারতোনা? আপনি কেন আলোচানার হোষ্ট হবার প্রস্তাব দিতে পারলেন না? সেদিন আপনি বলেছেন আলোচনা ও চলবে, আন্দোলন ও চলবে। মানে হলো কোনটাই আপনারা ভালভাবে করতে পারবেন না।

গত ৫ বছরে আপনাদের আন্দোলনের ধরণ আমরা দেখেছি। নেতা-কর্মীদের ঘর থেকে টেনে ও বের করা যায়নি। যখুনি আপনার কর্মীরা আন্দোলনমূখি হয়ে উঠছিল আপনি হাসিনার আলোচনা-আলোচনা খেলায় অংশ নিয়ে আন্দোলনে পানি ঢাললেন।

খালেদা জিয়া, শেখ-হাসিনা আপনাকে সময়ক্ষেপণের যে পথে টেনে নিতে চাচ্ছেন আপনি সে পথেই হাঁটছেন।

বিষয়: বিবিধ

১৩২৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File