খালেদা জিয়া সেই ফাঁদে পা দিলেই জমে ওঠা আন্দোলনকে ঘিরে মানূষের আকাংখাকে আঁতুড় ঘরেই নূন খাইয়ে মেরে ফেলা হবে

লিখেছেন লিখেছেন পটাশিয়াম নাইট্রেট ২৬ অক্টোবর, ২০১৩, ০৯:৫৪:২১ রাত

খালেদা জিয়া বেশ ক'বার বলেছেন হাসিনা সরকার অবৈধ হয়ে গেছে। তাহলে সে অবৈধ সরকার প্রধানের দাওয়াত এবং আলোচনার প্রস্তাব খালেদা জিয়া গ্রহণ তো দূরে থাক! বিবেচনা ও কেন করবে? আলোচনা, কোলাকুলি, কোর্মা-পোলাও সব হতে পারে কেবল ক্ষমতা ছাড়ার পর। খালেদা জিয়া হাসিনাকে দেশের প্রধানমন্ত্রী মেনে তার প্রস্তাবে সাড়া দিতে পারেন না!

আলোচনা-আলোচনা খেলে এবং সময় ক্ষেপন করে তুঙ্গে উঠা ১৮ দলের কর্মীদর মনোবলে ভাণ্গন এবং কনফিউসন সৃষ্টি করাই হাসিনা মূল উদ্দেশ্য। আন্দোলন যাতে লক্ষ্য স্হির করতে না পারে এটাই এখন আওয়ামিলীগের কৌশল। আমি আশ্চর্য হয়েছি আলোচনার প্রস্তাব দিয়ে যখন ঘোষিত ৬০ ঘন্টার হরতাল স্হগিত করতে বলা হয়। খালেদা জিয়া সেই ফাঁদে পা দিলেই জমে ওঠা আন্দোলনকে ঘিরে মানূষের আকাংখাকে আঁতুড় ঘরেই নূন খাইয়ে মেরে ফেলা হতো।

খালেদা ব্যাক্তিগত সিদ্ধান্তে বা শুধু নিজ দলের পরামর্শে কোন ভুল করে এই অবৈধ সরকারকে ক্ষমতায় থাকার পথ প্রলম্বিত করবেন না, এই জাতি এই আশাই করে।

বিষয়: বিবিধ

৯৬১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File