বন্ধু রাষ্ট্রের উপহার এবং আমাদের বি জি বি
লিখেছেন লিখেছেন পটাশিয়াম নাইট্রেট ২৬ অক্টোবর, ২০১৩, ০৯:১০:০৩ সকাল
বন্ধু রাষ্ট্র প্রতিনিয়তই আমাদের এসব উপহার দিয়ে চলেছে। আমাদের যাতে একঘেঁয়েমি না লাগে তাই কখনো গুলি করে কাঁটাতারে টান্গিয়ে রেখে কখনো বা পিটিয়ে মেরে গাছের সাথে ঝুলিয়ে রেখে একটু বৈচিত্র আনার চেষ্টা করছে।
বি জি বি গুলাকে এখন নিয়োগ করা হয়েছে দেশের নাগরিকদের গুলি করে মারার জন্য। বীর সেনানীরা সাঁজোয়া যান নিয়ে রাস্তায়-রাস্তায় টহল দিয়ে বেড়াচ্ছে। অবৈধ একটা সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য পুলিশ এবং বি জি বি বাহিনী সাধারণ মানূষের বুকে নির্বিচারে গুলি ছুঁড়ছে।
পুলিশ কতৃক খুন এখন এমন একটা বিষয় যে গতকাল পুলিশের গুলিতে ৮ জন নিহত হওয়ার খবরটা প্রথম-আলোর মত পত্রিকাগুলো ছাপানোর প্রয়োজনই মনে করেনি। আসলেই, যারা মরলো ওরা তো আওয়ামিলীগ না! ওরা মানূষ। আমি বুঝতে পারছিনা মানূষ কবে রুখে দাঁড়াবে?
বিষয়: বিবিধ
১০৬৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন