আওয়ামিলীগ ডেকে আনছে আরেকটি রক্তাক্ত অক্টোবর!

লিখেছেন লিখেছেন পটাশিয়াম নাইট্রেট ১২ অক্টোবর, ২০১৩, ১০:২২:১৩ সকাল

৭৫ এ ও ওরা এমন কঠিন অবস্হার মুখোমুখি হয়নি। তত্বাবধায়ক বা অন্য যে কোন কতৃপক্ষের কাছেই ক্ষমতা হস্তান্তর করে হোক নির্বাচন করলে শুধু গো-হারা নয় প্রধান-বিরোধী দলের আসন ও পাবেনা এটা ওরা ও জানে। ওদের মূখপাত্র প্রথম-আলোর জরীপে ওদের ভোট ৩৬ শতাংশ। প্রকৃত অবস্হা কি তা বোঝার জন্য পত্রিকার জরীপ দেখা লাগেনা।

সামরিক বাহিনীর হাতে ক্ষমতা দিয়ে সটকে পড়ার যে ধান্দা করেছিল তাতে ও সংশয় দেখা দিয়েছে। কারন সাম্প্রতিক গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী সামরিক বাহিনী ক্ষমতা পেলে সবার আগে পিলখানা হত্যা-কান্ডের প্রতিশোধ নেবে (বিচার নয়)। আর কোন কারনে বি এন পি ক্ষমতায় এলে পিঠের চামড়া কারো থাকবেনা।

তাই যে কোন মুল্যেই আওয়ামিলীগ ক্ষমতায় টিকে থাকতে চাইছে। ব্যাপারটা এমন দাঁড়িয়েছে যে মার খাওয়াটা যত বেশী পেছানো যায়। অনেক টা আন্দোলন করে পরীক্ষা পেছানোর মত ব্যাপার আর কি!

যারা এখনো স্বপ্ন দেখছেন আওয়ামিলীগ জোড় করে হলে ও ক্ষমতায় থেকে যাবে এটা আপনাদের দোষ না। স্বাভাবিক চিন্তা-শক্তি হারিয়ে ফেললে এমন হওয়াটা স্বাভাবিক।

বিষয়: বিবিধ

১০৭৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File