কাল সাকা'র ফাঁসির রায় আসবে কি?
লিখেছেন লিখেছেন পটাশিয়াম নাইট্রেট ৩০ সেপ্টেম্বর, ২০১৩, ০৯:৫২:৪৯ রাত
যারা ভাবছেন কাল সালাহ্উদ্দিন কাদের এর ফাঁসির রায় হবে এবং বি এন পি বিশাল আন্দোলন গড়ে তুলবে তাঁদের সাথে দ্বিমত পোষণ করছি।
সাকার বিরুদ্ধে ফাঁসির রায় দিয়ে ফিডার মুখে দিয়ে ঘুমিয়ে থাকা বি এন পি কে কাতুকুতু দিয়ে কি লাভ বলেন? তাছাড়া আওয়ামি গংদের মূল টার্গেট সাকা বা বি এন পি নয়। টার্গেট ইসলামি নেতৃবৃন্দ।
আর ফাঁসির রায় যদি দেয়া হয় তা হলে জাতি ১ দিন হরতালের সুখ উপভোগ করতে পারে। এতটুকু না করলে কেমন যেন লাগে! বি এন পির কিছু নেতা মনে করছে কোন রকমে অহিংস পথে নির্রাচন পর্যন্ত যেতে পারলে তাদের ৩০০ আসন কেউ ঠেকাতে পারবেনা। অথচ হাসিনা ও ওদেরকে অহিংস পথে নির্বাচন পর্যন্ত টেনে নিতে চাইছে।
হসিনার হাতে ব্যাকআপ-প্লান ও আছে। অবস্হা বেগতিক দেখলে জামায়াতের ফাঁসির রায় প্রাপ্ত নেতাদের ফাঁসি কার্যকর করে অরাজক পরিস্হিতি সৃষ্টি করে সেইফ এক্সিট নেবার পথ তো খোলা আছেই!
বিষয়: বিবিধ
১১৭৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন